শিক্ষা খবরশিক্ষা নিউজ

এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে ২০২২

এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে ২০২২।২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে পরীক্ষার দিনক্ষণের বিষয়ে এখনই কোনো মন্তব্য করেননি তিনি। রোববার ২০২১ সালের উচ্চ মাধ্যমিক বা এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।২০২১ সালের এইচএসসি পরীক্ষাও অন্যান্য বছরের মতো হয়নি; পরীক্ষা হয় শুধু নৈর্বাচনিক বিষয়ে। আর আবশ্যিক বিষয়ে আগের পাবলিক পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়নের মাধ্যমে নম্বর দেয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। বাদ দেয়া হয় চতুর্থ বিষয়ের পরীক্ষাও।

২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা কবে শুরু হবে এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে এখনই কিছু বলতে চাইছি না। কারণ সবকিছু নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। দেখা যাচ্ছে আমরা একটি তারিখ ঘোষণা করলাম, পরে কোভিড সংক্রমণ বেড়ে গেলো। একারণে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সময় আসলেই চলতি বছরের পাবলিক পরীক্ষার তারিখ জানিয়ে দেয়া হবে।মন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা কোন কোন বিষয়ে নেয়া হবে সেই ব্যাপারে ইতোমধ্যেই মন্ত্রণালয় জানিয়েছে। কিছু সাবজেক্ট পরীক্ষার আওতায় আসছে না।

The SSC and HSC exams will be held in the short syllabus 2022. The SSC and HSC Exams Of 2022 Will Be Held In A Short Syllabus, The Education Minister Said. Deepu Mani. However, he has not yet commented on the date of the exam. He said this while replying to questions from reporters at a function to release the results of higher secondary or HSC and equivalent examinations 2021 on Sunday. The HSC exam 2021 was also not the same as in other years; The test is only on ethical matters. And the Ministry of Education decided to give marks through evaluation by mapping the subject of the previous public examination in the compulsory subject. The fourth subject test was also dropped.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group