শিক্ষা খবর

বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “২০২৩ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক শ্রেণি, প্রাথমিক স্তর এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণের নির্দেশিকা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হয়েছে। অনুমোদিত নির্দেশিকা অনুযায়ী ২০২৩ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক শ্রেণি, প্রাথমিক স্তর এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পাঠ্যপুস্তক আগামী ২৭ ডিসেম্বর থেকে বিদ্যালয় পর্যায়ে বিতরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “আগামী ২৭ ডিসেম্বর থেকে বিদ্যালয় পর্যায়ে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করার জন্য বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরি।”

বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। প্রতি বছর এ নিয়ে অনিশ্চয়তা দেখানো হলেও আমরা সময়মতো শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছি। তবে, এ বছর পাঠ্যপুস্তক উৎসব আয়োজন নাও হতে পারে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) এসএসসি-সমমান পরীক্ষার নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রী বলেন, প্রতি বছর নির্ধারিত সময়ে বই দেওয়া যাবে না বলে গণমাধ্যমে নানা ধরনের সংবাদ প্রকাশ হয়ে থাকে। প্রকৃতপক্ষে আমরা বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছি। এবারও তার ব্যত্যয় হবে না, বছরের শুরুতে নতুন বই পাবে শিক্ষার্থীরা। তবে, গত বছর পাঠ্যপুস্তক উৎসব করা সম্ভব হয়নি, এবারও হয়তো পাঠ্যপুস্তক উৎসব করা সম্ভব হবে না।তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শারীরিক দূরত্ব নিশ্চিত করা গেলেও কেন্দ্রের বাইরে অভিভাবকরা স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা করছেন না। আমরা আশা করবো, অভিভাবকরা এটি মেনে চলবেন।

Education Minister Dr. Dipu Moni said that new books will be handed over to the students at the beginning of the year. Although there is uncertainty about this every year, we are handing over the books to the students on time. However, the textbook festival may not be organized this year. The education minister was speaking at a press conference after a meeting of the committee on the security of SSC-equivalent examinations on Thursday (November 18). The minister said that various types of news are published in the media every year that books cannot be delivered on time. In fact, we are handing out new books to the students at the beginning of the year. This time too, students will get new books at the beginning of the year. However, it was not possible to hold a textbook festival last year, and it may not be possible to hold a textbook festival this time as well. We hope parents will comply.

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন কোচিং সেন্টার রয়েছে। কখনও কখনও এসব কোচিং সেন্টারকে ভিত্তি করেই বিভিন্ন গুজব ছড়ানোর অপচেষ্টা করা হয়। তাই পরীক্ষা চলাকালীন সব ধরনের কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আশাকরি, কোচিং সেন্টারের মালিকরা এটি মেনে চলবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদারকি করবেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group