শিক্ষা খবর

এইচএসসি মানোন্নয়ন পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা

জেএসসি-এসএসসি ও সমমানের পরীক্ষার ফল গড় করে গত ৩০ জানুয়ারি এইচএসসির ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে প্রায় ১৩ লাখ শিক্ষার্থী পাস করেছেন। ফলাফলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দেড় লাখের বেশি। তবে এরমধ্যেও অনেকে ভালো ফলাফল করতে পারেননি।

এ অবস্থায় আগের মতো মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবেন কিনা তা নিয়ে সংশয়ে রয়েছেন। তবে তাদের সে সংশয় দূর করেছে শিক্ষা বোর্ডগুলো। মানোন্নয়ন পরীক্ষা দেয়ার সুযোগ পাবেন তারা। অবশ্য এইচএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ একবারই পাবেন পরীক্ষার্থীরা। দ্বিতীয়বার কেউ  না বলে জানা গেছে।

একাধিক শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, অটোপাসের ফলাফলে কেউ সন্তুষ্ট না হলে তাদেরকে এবার ফলাফল পুনর্মূল্যায়নের সুযোগ দেওয়া হয়েছে। এতেও কেউ সন্তুষ্ট না হলে তারা আগামীবার মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবেন। এতে নিয়মেরও কোনো পরিবর্তন হচ্ছে না। আগে যেভাবে পরীক্ষা দেওয়া যেত, অটোপাস শিক্ষার্থীরাও একইভাবে পরীক্ষা দিতে পারবেন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কায়সার আহমেদ এ প্রসঙ্গে আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে বলেন, ‘কেউ মানোন্নয়ন পরীক্ষা দিতে চাইলে অবশ্যই পারবে। অটোপাস হলেও শিক্ষার্থীদের আলাদা করে দেখা হবে না। তারা আগের মতোই সবকিছু করতে পারবে।’

বরিশাল শিক্ষা বোর্ডের সচিব বিপ্লব কুমার ভট্টাচার্য্য বলেন, ‘এবার তো তারা এমনিতেই ফলাফল রিভিউ করার সুযোগ পাচ্ছে। এরপরও কেউ ফলাফল নিয়ে সন্তুষ্ট না হলে চলতি বছর যখন রেজিস্ট্রেশন চলবে তখন আগের মতোই মানোন্নয়ন পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। নিয়মের কোনো পরিবর্তন হবে না।’

দ্বিতীয়বার মানোন্নয়ন পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে কিনা জানতে চাইলে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস ছালাম বলেন, ‘মানোন্নয়ন পরীক্ষা দেওয়ার সুযোগ একবারই। সেক্ষেত্রে কেউ চাইলে একবার মানোন্নয়ন পরীক্ষা দিতে পারে। দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ নেই।’

সদ্য ঘোষিত ফলাফল অনুযায়ী, দেশের ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে পাস করেছেন ১৩ লাখ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৬১ হাজার ৮০৭ জন। আগের বছর মোট জিপিএ-৫ পেয়েছিল ৪৭ হাজার ২৮৬ জন। সে হিসেবে এবার অটোপাসে জিপিএ-৫ পেয়েছে তিনগুণেরও বেশি। এবার ছাত্রদের মধ্যে ৭৮ হাজার ৪৬৯ জন এবং ছাত্রীদের মধ্যে ৮৩ হাজার ৩৩৮ জন জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ পাওয়াদের মধ্যে বিজ্ঞানের শিক্ষার্থীর সংখ্যা বেশি।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group