উপবৃত্তি নিউজশিক্ষা খবর

শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য প্রতিষ্ঠানভিত্তিক তালিকা চেয়েছে সরকার

সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এবং প্রকল্পভুক্তসহ সব ধরনের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির তৃতীয় কিস্তির টাকা দেওয়ার জন্য প্রতিষ্ঠানভিত্তিক তালিকা চেয়েছে সরকার। বিভিন্ন রকম প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা নির্ধারিত ছকে এক কর্মদিসের মধ্যে পাঠাতে হবে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতর এ সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়, সতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এবং প্রকল্পভুক্তসহ সব ধরনের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির তৃতীয় কিস্তির টাকা ডাক বিভাগের ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’– এর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাতে ডাটা এন্ট্রির জন্য পোর্টাল উন্মুক্ত করা হয়েছে। বিভিন্ন রকম প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা নির্ধারিত ছকে এক কর্মদিসের মধ্যে পাঠাতে হবে।’

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাওয়া হয়েছে

১. সরকারি প্রাথমিক বিদ্যালয়,

২.সরকার স্বীকৃত ইবতেদায়ি সতন্ত্র মাদ্রাসা,

৩.সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়,

৪.শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয় (এসকেটি) এবং পিটিআই পরিচালিত পরীক্ষণ বিদ্যালয়,

যেসব প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু আছে সে সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং

৫.চা বাগান অঞ্চলের রেজিস্টার্ড/অনুমতিপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়।

আদেশ অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকারভেদের আলোকে ২০১৯-২০২০ অর্থবছরে (জানুয়ারি থেকে মার্চ) তৃতীয় কিস্তিতে উপবৃত্তির জন্য দেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকার ভিত্তিতে উপজেলার সব প্রকল্পভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা সংযুক্ত ছক অনুযায়ী এক্সেল সিট আকারে সফট কপি আগামী এক কর্মদিবসের মধ্যে pd.pesp02@gmail.com ইমেলে পাঠাতে হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group