শিক্ষা খবর

প্রাথমিক বৃত্তি পরীক্ষার বাংলা প্রশ্ন ও সাজেশন ২০২৪

প্রাথমিক বৃত্তি পরীক্ষার বাংলা প্রশ্ন ও সাজেশন ২০২৪। প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ২০২৪ সাজেশন : ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা 2024 মোট ১০০ নম্বরের অনুষ্ঠিত হবে। মোট ৪টি বিষয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষার জন্য মোট ২ ঘন্টা সময় নির্ধারিত থাকবে। আমরা এই পোস্টে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৪ সাজেশন তুলে ধরছি। দেখুন প্রাইমারি বৃত্তি পরীক্ষার সাজেশন ২০২৪:

প্রাথমিক বৃত্তি পরীক্ষার বাংলা প্রশ্ন ও সাজেশন ২০২৪

প্রাথমিক বৃত্তি পরীক্ষার বাংলা প্রশ্ন ও সাজেশন ২০২২

প্রাথমিক বৃত্তি পরীক্ষার বাংলা প্রশ্ন ও সাজেশন ২০২২প্রাথমিক বৃত্তি পরীক্ষার বাংলা প্রশ্ন ও সাজেশন ২০২২

প্রাথমিক বৃত্তি পরীক্ষার বাংলা প্রশ্ন ও সাজেশন ২০২২

PDF Download Link

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নমুনা প্রশ্ন ২০২২

Click Here To Download

বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদ লেখো:

১. প্রশ্ন: একই দেশ অথচ কত বৈচিত্র্য এটাই বাংলাদেশের গৌরব সবাই সবার বন্ধু আপনজন এদেশে রয়েছে নানা ধর্মের লোক

উত্তর: একই দেশ, অথচ কত বৈচিত্র্য। এটাই বাংলাদেশের গৌরব। সবাই সবার বন্ধু, আপনজন। এদেশে রয়েছে নানা ধর্মের লোক।

২. প্রশ্ন: বনের কারো মনে শান্তি নেই কিন্তু এভাবে কি দিন যায় এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায় এর একটা বিহিত চাই সবার মুখে এক কথা

উত্তর: বনের কারো মনে শান্তি নেই। কিন্তু এভাবে কি দিন যায়? এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায়। এর একটা বিহিত চাই, সবার মুখে এক কথা।

৩. প্রশ্ন: বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়েল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম এই বাঘ থাকে সুন্দরবনে এ বাঘ দেখতে যেমন সুন্দর তেমনি আবার ভয়ংকর এর চালচলনও রাজার মতো

উত্তর: বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়েল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম। এই বাঘ থাকে সুন্দরবনে। এ বাঘ দেখতে যেমন সুন্দর, তেমনি আবার ভয়ংকর। এর চালচলনও রাজার মতো।

৪. প্রশ্ন: একসময় সুন্দরবনে ছিল চিতাবাঘ ও ওলবাঘ কিন্তু এখন আর এসব বাঘ দেখা যায় না সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ এ বাঘকে বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতে হবে

উত্তর: একসময় সুন্দরবনে ছিল চিতাবাঘ ও ওলবাঘ। কিন্তু এখন আর এসব বাঘ দেখা যায় না। সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। এ বাঘকে বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতে হবে।

বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ করোঃ

১. প্রশ্ন: ভাষা আন্দোলনে অনেক অনেক ছাত্র শহিদ হইয়াছে।

উত্তর: ভাষা আন্দোলনে অনেক অনেক ছাত্র শহিদ হয়েছে।

২. প্রশ্ন: জল কোথায় পাইতে পারি?

উত্তর: জল কোথায় পেতে পারি?

৩. প্রশ্ন: মানুষ ঘাসফুল পিষিয়া ফেলিতেছে।

উত্তর: মানুষ ঘাসফুল পিষে ফেলছে।

৪. প্রশ্ন: ফুল ছিঁড়িয়া ফেলিতেছে।

উত্তর: ফুল ছিঁড়ে ফেলছে।

৫. প্রশ্ন: নদীর অন্যদিকে বিশাল চর পড়িতেছে।

উত্তর: নদীর অন্যদিকে বিশাল চর পড়ছে।

৬. প্রশ্ন: দেখিলাম আমি দাঁড়ায়ে তফাতে।

উত্তর: দেখলাম আমি দাঁড়িয়ে তফাতে।

প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ২০২৪ সাজেশন : ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা 2024 মোট ১০০ নম্বরের অনুষ্ঠিত হবে। মোট ৪টি বিষয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষার জন্য মোট ২ ঘন্টা সময় নির্ধারিত থাকবে। আমরা এই পোস্টে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৪ সাজেশন তুলে ধরছি। দেখুন প্রাইমারি বৃত্তি পরীক্ষার সাজেশন ২০২৪:

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group