যেভাবে মুঠোফোনের ডুপ্লিকেট ফাইল মুছবেন

যেভাবে মুঠোফোনের ডুপ্লিকেট ফাইল মুছবেন।অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা বেশির ভাগ মুঠোফোনেই Files by Google অ্যাপটি ইনস্টল করা থাকে। আপনার মুঠোফোনে যদি না থাকে, তবে https://cutt.ly/jDi4fBo থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এবার অ্যাপটি চালু করে Continue অপশন চেপে মুঠোফোনের বিভিন্ন অ্যাপ ব্যবহারের অনুমতি দিতে হবে। এবার অ্যাপের নিচে থাকা Clean ট্যাব নির্বাচন করলেই মুঠোফোনে থাকা সব ডুপ্লিকেট ফাইল দেখা যাবে। এবার Delete Duplicates অপশন থেকে অপ্রয়োজনীয় ফাইলগুলো নির্বাচন করে Select Files নির্বাচন করতে হবে। চাইলে All Duplicates অপশন নির্বাচন করে সব ডুপ্লিকেট ফাইল একসঙ্গে নির্বাচন করা যাবে। এবার Move Files to Trash নির্বাচন করলেই অতিরিক্ত ফাইলগুলো মুছে যাবে।

ধারণক্ষমতার বেশির ভাগ অংশ ব্যবহার হলে মুঠোফোনের গতি কমে যায়। সমস্যা সমাধানে অনেকেই মুঠোফোন থেকে কম গুরুত্বপূর্ণ ফাইল মুছে ফেলেন। তবে মুঠোফোনের বেশ কিছু ফাইল একাধিকবার বিভিন্ন স্থানে সংরক্ষণ করে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। ফলে ব্যবহারকারীদের অজান্তেই মুঠোফোনের ধারণক্ষমতা শেষ হয়ে যায়। মুঠোফোনের ডুপ্লিকেট ফাইলগুলো খুঁজে মুছে ফেলা বেশ কষ্টকর। চাইলেই Files by Google অ্যাপ দিয়ে খুব সহজেই ডুপ্লিকেট ফাইলগুলো মুছে ফেলা যায়।

How to delete duplicate files on a mobile phone. Files by the Google app are installed on most mobile phones running the Android operating system. If you do not have it on your mobile phone, then you need to download and install the app from https://cutt.ly/jDi4fBo. Now launch the app and press the Continue option to allow the use of different apps on the mobile phone. If you select the Clean tab at the bottom of the app, all the duplicate files on the mobile phone can be seen. Now select the unnecessary files from the Delete Duplicates option and select Select Files. All duplicate files can be selected together by selecting the All Duplicates option. If you select Move Files to Trash, the extra files will be deleted.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group