নজরুল বিশ্ববিদ্যালয়ে ২১ এপ্রিল পর্যন্ত চলবে ক্লাস ও পরীক্ষা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ক্লাস-পরীক্ষা আগামী ২১ এপ্রিল (বৃহস্পতিবার) ১৯ রোজা পর্যন্ত চলবে।রেজিস্ট্রার আরও বলেন, আমরা একাডেমিক ক্যালেন্ডার মেনে চলছি। সে অনুযায়ী ক্লাস-পরীক্ষার সময়সূচি দেওয়া হয়েছে। সোমবার (২৮ মার্চ) রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ২১ তারিখের পর কোনো বিভাগ প্রয়োজনে ক্লাস-পরীক্ষা নিতে চাইলে প্রশাসনকে জানিয়ে নিতে হবে।
Classes and examinations will continue till April 21 at Nazrul University. The class examination of National Poet Kazi Nazrul Islam University (JakkanEB) will continue from April 21 (Thursday) till the 19th of Ramadan. The Registrar further said, “We are abiding by the academic calendar.” According to him, the class-examination schedule has been given. Monday (March 26) Registrar agriculturist. Humayun Kabir has given this information. He said the administration should be informed if any department wants to take the class examination after the 21st.