ক্যারিয়ার

বাংলাদেশ বিমানবাহিনীর আবেদনের সময় ১০ এপ্রিল পর্যন্ত

বাংলাদেশ বিমানবাহিনীর আবেদনের সময় ১০ এপ্রিল পর্যন্ত।বাংলাদেশ বিমানবাহিনীর ৮৬ বাফা কোর্সে অফিসার ক্যাডেট পদে আবেদন করার সময় বাড়ানো হয়েছে। বাংলাদেশ বিমানবাহিনী তাদের ওয়েব সাইট ও এক খুদেবার্তায় এ তথ্য জানিয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের সময় ১০ এপ্রিল, ২০২২ সাল পর্যন্ত। এর আগে আবেদনের সময়সীমা ছিল ২৭ ফেব্রুয়ারি, ২০২২।পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে ৩২ ইঞ্চি। প্রসারণ ২ ইঞ্চি।

পদের নাম

অফিসার ক্যাডেট

নারী প্রার্থীর উচ্চতা কমপক্ষে জিডি (পি) ৬৪ ইঞ্চি, অন্যান্য ৬২ ইঞ্চি। বুকের মাপ কমপক্ষে ২৮ ইঞ্চি। প্রসারণ ২ ইঞ্চি। ওজন নির্ধারণ হবে বয়স ও উচ্চতা অনুসারে। চোখ কালার প্রটেকশন স্ট্যান্ডার্ড-১ অনুসারে ৬/৬ হতে হবে।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস। ও লেভেল পাস করলেও আবেদন করতে পারবেন।প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। অবিবাহিত হতে হবে। ১৬ বছর ৬ মাস থেকে ২২ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন ও সুযোগ সুবিধা

প্রশিক্ষণকালীন ভাতা মাসিক ১০,০০০ টাকা। প্রশিক্ষণ শেষে অন্যান্য ভাতা ও বাংলাদেশ বিমানবাহিনীর নীতিমালা অনুসারে সুবিধা প্রদান করা হবে।

Bangladesh Air Force’s application period is up to April 10. The time to apply for the post of officer cadet in the 86 BAFA course of the Bangladesh Air Force has been extended. The Bangladesh Air Force said this on its website and in a message. As per the new notification, the application time is up to April 10, 2022. Earlier, the application deadline was February 27, 2022. The height of the male candidate is at least 64 inches, the size of the chest is at least 32 inches. The expansion is 2 inches.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group