বাংলাদেশ টেলিভিশন নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৩ Bangladesh Television Exam Result. তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশনের উপসহকারী প্রকৌশলী/স্টুডিও যন্ত্রবিদ [১০ম গ্রেড] পদে বাছাই (MCQ Type) পরীক্ষার ফলাফল প্রকাশ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশনের [১০ম গ্রেড) উপসহকারী প্রকৌশলী/স্টুডিও যন্ত্রবিদ পদে ২6.01.2023 তারিখে বাছাই (MCQ Type) পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত বাছাই (MCQ Type) পরীক্ষায় নিম্নলিখিত রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীগণ সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।
কোন substantive ত্রুটির কারণে প্রকাশিত ফলাফলে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে। পরবর্তীতে কোনো প্রার্থীর সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত কোনো শর্তের উল্লেখযোগ্য ঘাটতি পাওয়া গেলে লিখিত পরীক্ষার পূর্বে বা পরে বা যে কোনো পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, স্থান ও সময়সূচি পরবর্তীতে কর্ম কমিশনের ওয়েবসাইটসহ জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে। এ বিজ্ঞপ্তি বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এ পাওয়া যাবে।
বাংলাদেশ টেলিভিশন নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৩
Bangladesh Television Recruitment Exam Result 2023 Bangladesh Television Exam Result. The results of the MCQ-type examination for the post of Deputy Assistant Engineer / Studio Machinist [10th Grade] of Bangladesh Television under the Ministry of Information and Broadcasting have been published. The MCQ type examination was held on 26.01.2023 for the post of Deputy Assistant Engineer / Studio Machinist of Bangladesh Television [10th Grade) under the Ministry of Information and Broadcasting. Candidates with the following registration number have passed the MCQ Type examination temporarily.