বাংলাদেশ রেলওয়ে ওয়েম্যান পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ রেলওয়ের নিম্নেবর্ণিত রাজস্বখাতভূক্ত ১৩৮৫টি স্থায়ী শূন্যপদ পূরণের নিমিত্ত শর্তসাপেক্ষে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে । পাবনা ও লালমনিরহাট জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী এবং রেলওয়ে পোষ্য কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে এস.এস.সি বা আবেদন করতে পারবেন; তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলীঃ
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://br.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপ :
i. Online-এ আবেদনপত্র পুরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ২৫ জানুয়ারি, ২০২৩ সকাল ১০.০০ টা।
ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ০২ মার্চ, ২০২৩ বিকাল ০৫.০০টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit -এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিবেন।

এসএমএস (SMS) করার নিয়ম
প্রথম SMS: BR<Space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BR ABCDEF & Send to 16222. (ABCDEF এর স্থলে User ID নম্বর বসাতে হবে)
Reply: Applicant’s Name, TK 112 Will be charged as the application fee. Your PIN is 123456.
দ্বিতীয় SMS: To pay fee, BR<Space> Yes < Space > PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BR Yes 123456 & Send to 16222. (123456 এর স্থলে PIN নম্বর বসাতে হবে)
Reply: Congratulations Applicant’s Name, Payment completed successfully for Application for Post User ID is (ABCDEF) and Password ().