পুলিশের এসআই নিয়োগের ভাইভা মৌখিক পরীক্ষা (Aptitude Test and Viva-Voce)-এর ফলাফল 2023 প্রকাশিত

পুলিশের এসআই নিয়োগের ভাইভা মৌখিক পরীক্ষা (Aptitude Test and Viva-Voce)-এর ফলাফল 2023 প্রকাশিত । বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট www.police.gov.bd-এ ফলাফল পাওয়া যাবে।
বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ প্রক্রিয়ায় লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষাসহ কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ ২,৫৫০ জন প্রার্থীর মধ্য থেকে জাতীয় মেধার ভিত্তিতে ৮৭৫ জন প্রার্থীকে প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে।
সুপারিশকৃত প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকায় নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য এবং পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক বলে বিবেচিত হলেই এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে।

পুলিশের এসআই নিয়োগের ভাইভা মৌখিক পরীক্ষা (Aptitude Test and Viva-Voce)-এর ফলাফল 2022 প্রকাশিত


উল্লেখ্য যে, বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদের নিয়োগ শর্ত ও পরীক্ষা পদ্ধতি আধুনিকীকরণসহ যুগোপযোগীকরণের লক্ষ্যে পুলিশ রেগুলেশনস্, ১৯৪৩ এর প্রবিধান-৭৪১ এ উল্লিখিত নিয়োগ পদ্ধতিসহ প্রযোজ্য শর্তাদি সংশোধনকরত এস.আর.ও নং-২৭১-আইন/২০২১ মূলে গত ১০ আগস্ট ২০২১ তারিখে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তৎপ্রেক্ষিতে গত ৮ অক্টোবর ২০২১ তারিখে বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ ২০২১ বিজ্ঞপ্তি ৩টি জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহী প্রার্থী অনলাইন রেজিস্ট্রেশন করলে তাদের মধ্যে উচ্চতা ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ওয়েববেজড প্রিলিমিনারি স্ক্রিনিং-এ ৪৮০২৮ জন প্রার্থী উত্তীর্ণ হন। ৮-১৯ ডিসেম্বর ২০২১ তারিখে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা Physical Endurance Test (PET)-৮টি রেঞ্জ কর্তৃক নির্ধারিত স্থানে অনুষ্ঠিত হয় এবং উক্ত পরীক্ষায় উত্তীর্ণ ১৪৯৭৮ জন প্রার্থীগণের ৩টি বিষয়ের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা গত ৮-১০ জানুয়ারি ২০২২ তারিখে ৮টি রেঞ্জে অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে গত ১৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় এবং ৩৪৩৬ জন উত্তীর্ণ হন। উত্তীর্ণ প্রার্থীর Computer Competency Test (কম্পিউটার দক্ষতা পরীক্ষা) বিগত ৫-৮ এবং ১৩-১৫ মার্চ ২০২২ পর্যন্ত বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হয় এবং সর্বমোট ২৫৫০ জন প্রার্থী উত্তীর্ণ হয় যাদের বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা (Aptitude Test and Viva-Voce)-এর কার্যক্রম ৯ মে ২০২২ হতে ৯ জুন ২০২২ তারিখ পর্যন্ত পরীক্ষাসূচি অনুযায়ী সম্পন্ন করা হয়।

দীর্ঘ ৪০ বছর পর এবারই প্রথম সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে নিয়োগবিধিতে পরিবর্তন আনার মাধ্যমে বিশ্বায়নের এ যুগে তথ্য-প্রযুক্তির মৌলিক জ্ঞান চর্চার পাশাপাশি অপরাধ সংশ্লিষ্ট তদন্তকালে অধিকতর সক্ষম ও কারিগরিভাবে দক্ষ ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে ‘বেস্ট অব দ্য বেস্টস (সেরাদের সেরা)’ প্রার্থী নিয়োগ করা সম্ভব হয়েছে।

old news:আজ থেকে পুলিশের এসআই নিয়োগের ভাইভা শুরু।তারিখ অনুযায়ী যেসব পরীক্ষার্থীকে রোল নম্বর দেওয়া হয়েছে কেবল তাঁরাই পরীক্ষা দিতে আসবেন। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। ভাইভা পরীক্ষার সময় পরীক্ষার প্রবেশপত্র, শিক্ষাগত যোগ্যতা, নাগরিকত্ব, জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য সকল সনদের মূলকপি সঙ্গে যা আনতে হবে। এছাড়া বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের বয়স প্রমার্জনের ক্ষেত্রে প্রমাণস্বরূপ বীর মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তিবার্তায় থাকলে লাল মুক্তিবার্তা, বীর মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে ভারতীয় তালিকা, বীর মুক্তিযোদ্ধার নামে জারিকৃত গেজেটের মূলকপি এবং পরীক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এ মর্মে প্রত্যয়ন ও মুক্তিযোদ্ধার জন্ম নিবন্ধন সনদের মূলকপিসহ নিয়োগ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী অন্যান্য কাগজপত্র সঙ্গে আনতে হবে।

বহিরাগত ক্যাডেট উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) নিয়োগের বুদ্ধিমত্তা ও ভাইভা পরীক্ষা আজ সোমবার (৯ মে) থেকে শুরু হচ্ছে। পুলিশ সদরদপ্তরে ধাপে ধাপে এক মাস চলবে এ পরীক্ষা। শেষ হবে আগামী ৯ জুন শেষ। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. কামরুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ পুলিশের ২০২১ সালের সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে লিখিত ও কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ ২ হাজার ৫৫০ জন প্রার্থীর বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৯ মে শুরু ও ৯ জুন শেষ হবে।

পরীক্ষার্থীদের তালিকা- ৯ মে সকাল ৯টায় রোল নম্বর ১১০১০০০০২ থেকে ১১০১০০৩৬২, বেলা ২টায় ১১০১০০৩৭১ থেকে ১১০১০০৫১৩, ১০ মে সকাল ৯টায় ১১০১০০৫১৫ থেকে ১১০১০০৯০৪, বেলা ২টায় ১১০১০০৯০৬ থেকে ১১০১০১১৩৯, ১১ মে সকাল ৯টায় ১১০১০১১৪১ থেকে ১১০১০১৫০০, বেলা ২টায় ১১০১০১৫২৭ থেকে ১১০১০১৬৯২, ১২ মে সকাল ৯টায় ১১০১০১৬৯৫ থেকে ১১০১০২০৮৭, বেলা ২টায় ১১০১০২০৯৯ থেকে ১২০১০০১৯৬, ১৬ মে সকাল ৯টায় ১২০১০০২০২ থেকে ১২০১০০৫২২, বেলা ২টায় ১২০১০০৫৩৯ থেকে ১২০১০০৭৫৮।

০৫ জুন সকাল ৯টায় ১৭০১০০০৪৮ থেকে ১৭০১০০৪৪৭, বেলা ২টায় ১৮০১০০০০১ থেকে ১৮০১০০২৯২, ০৬ জুন সকাল ৯টায় ১৮০১০০২৯৯ থেকে ১৮০১০০৬০১, বেলা ২টায় ১৮০১০০৬০৪ থেকে ১৮০১০০৮৮৩, ০৭ জুন সকাল ৯টায় ১৮০১০০৮৯৬ থেকে ১৮০১০১২৬৬, বেলা ২টায় ১৮০১০১২৭০ থেকে ১৮০১০১৫৩৭, ০৮ জুন সকাল ৯টায় ১৮০১০১৫৭৩ থেকে ১৮০১০১৯৫৮, বেলা ২টায় ১৮০১০১৯৬১ থেকে ১৮০১০২১১৯, ০৯ জুন সকাল ৯টায় ২১০১০০০১৯ থেকে ২৬০১০০০১৪ এবং বেলা ২টায় ২৬০১০০০১৬ থেকে ২৮০১০০০৫৬।

১৭ মে সকাল ৯টায় ১২০১০০৭৬৫ থেকে ১২০১০১০৬৭, বেলা ২টায় ১২০১০১০৭৭ থেকে ১২০১০১২৬২, ১৮ মে সকাল ৯টায় ১২০১০১২৬৪ থেকে ১২০১০১৬০৪, বেলা ২টায় ১২০১০১৬০৮ থেকে ১২০১০১৮৩৮, ১৯ মে সকাল ৯টায় ১২০১০১৮৪৮ থেকে ১২০১০২২৫১, বেলা ২টায় ১৩০১০০০০২ থেকে ১৩০১০০১৬৯, ২১ মে সকাল ৯টায় ১৩০১০০১৮৩ থেকে ১৩০১০০৩৭৮, বেলা ২টায় ১৩০১০০৩৮১ থেকে ১৩০১০০৫০৫, ২২ মে সকাল ৯টায় ১৩০১০০৫০৭ থেকে ১৩০১০০৭৩১, বেলা ২টায় ১৩০১০০৭৩৫ থেকে ১৩০১০০৮৭২।

২৯ মে সকাল ৯টায় ১৫০১০০৫৪৫ থেকে ১৫০১০০৯০২, বেলা ২টায় ১৫০১০০৯০৩ থেকে ১৫০১০১০৯৫, ৩০ মে সকাল ৯টায় ১৫০১০১১০৫ থেকে ১৬০১০০১৪০, বেলা ২টায় ১৬০১০০১৫২ থেকে ১৬০১০০৩৭৭, ৩১ মে সকাল ৯টায় ১৬০১০০৩৭৮ থেকে ১৬০১০০৭০৪, বেলা ২টায় ১৬০১০০৭০৫ থেকে ১৬০১০০৮৭৯, ০১ জুন সকাল ৯টায় ১৬০১০০৮৮৫ থেকে ১৬০১০১২৮৯, বেলা ২টায় ১৬০১০১২৯৫ থেকে ১৬০১০১৫৬৬, ০২ জুন সকাল ৯টায় ১৬০১০১৫৭১ থেকে ১৬০১০১৯৮১, বেলা ২টায় ১৬০১০১৯৯০ থেকে ১৬০১০২২৩০,০৪ জুন সকাল ৯টায় ১৬০১০২২৩৬ থেকে ১৬০১০২৫৬৭, বেলা ২টায় ১৬০১০২৫৭৯ থেকে ১৭০১০০০৩৩।

২৩ মে সকাল ৯টায় ১৩০১০০৮৭৩ থেকে ১৩০১০১০৮৯, বেলা ২টায় ১৩০১০১০৯৪ থেকে ১৩০১০১২৬১, ২৪ মে সকাল ৯টায় ১৩০১০১২৬৬ থেকে ১৩০১০১৫২৮, বেলা ২টায় ১৩০১০১৫৩১ থেকে ১৩০১০১৭৭২, ২৫ মে সকাল ৯টায় ১৩০১০১৭৭৭ থেকে ১৪০১০০১৩৭, বেলা ২টায় ১৪০১০০১৪২ থেকে ১৪০১০০৩৭০, ২৬ মে সকাল ৯টায় ১৪০১০০৩৭২ থেকে ১৪০১০০৭৯৫, বেলা ২টায় ১৪০১০০৮০৩ থেকে ১৪০১০১০২৬, ২৮ মে সকাল ৯টায় ১৫০১০০০১৬ থেকে ১৫০১০০৩২৯, বেলা ২টায় ১৫০১০০৩৩০ থেকে ১৫০১০০৫৪২।

Viva recruitment of police SI starts today. According to the date, only those candidates who have been given roll numbers will come to give the test. Must be present at the center 30 minutes before the start of the test. At the time of the Viva examination, you have to bring the original copy of the examination certificate, educational qualification, citizenship, national identity card, and all other certificates. In addition, in case of verification of the age of children of heroic freedom fighters or martyred freedom fighters, if the name of the heroic freedom fighter is in the red release message, red release message, if the name of the heroic freedom fighter is in the Indian list, Indian list, original copy of the gazette issued in the name of heroic freedom fighter and Bring along the original copy of birth registration certificate along with other documents as per the terms of the recruitment notification.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group