ক্যাম্পাস

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনলাইনে মিডটার্ম পরীক্ষা শুরু হয়েছে

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিভিন্ন বিভাগে অনলাইনে মিডটার্ম পরীক্ষা শুরু হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিক্ষার্থীরা নিজ নিজ বাসা থেকে অনলাইন প্লাটফর্মে যুক্ত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

মঙ্গলবার প্রথম দিনের পরীক্ষায় উপস্থিতির সংখ্যাও ছিল প্রায় শতভাগ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.সুব্রত কুমার দাস বলেন, প্রথম দিনে প্রায় ৮ থেকে ১০টি বিভাগ অনলাইন প্লাটফর্ম ‘জুমে’র মাধ্যমে বিভিন্ন শিক্ষাবর্ষের মিডটার্ম পরীক্ষা নিয়েছে। নির্ধারিত সময়ে জুম অ্যাপে প্রশ্নপত্র দেওয়ার পর শিক্ষার্থীরা মোবাইল বা ল্যাপটপের ক্যামেরা ওপেন রেখে পরীক্ষা দিয়েছে।

তিনি আরও বলেন, নির্ধারিত সময় শেষে উত্তরপত্রের ছবি তুলে মেইল বা সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষকদের কাছে পাঠিয়েছেন শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী করোনার প্রকোপ রুখতে গত বছর মার্চ থেকে বিশ্ববিদ্যালয়টিতে স্বশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। গত ৯ জুন একাডেমিক কাউন্সিলের সভায় স্থগিত থাকা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সিদ্ধান্তের আলোকে মঙ্গলবার থেকে অনলাইনে মিডটার্মে পরীক্ষার পাশাপাশি আগামী ২৪ জুন থেকে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group