ক্যাম্পাস

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ২০২০-২১ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। একইসঙ্গে এ পরীক্ষা অনলাইনে না নিয়ে সরাসরি নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল।

আজ বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় কনফারেন্স রুমে অনুষ্ঠিত ৩০তম একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় আরো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের যেসকল বর্ষ/ সিমেস্টারের অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল স্থগিত রয়েছে তা দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করার জন্য প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের যে সকল বিভাগের স্নাতক চতুর্থ বর্ষ অষ্টম সিমেস্টারের সমাপনী পরীক্ষা ও মাষ্টার্স দ্বিতীয় সিমেস্টারের সমাপনী পরীক্ষা গ্রহণ বাকী রয়েছে তা গ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।

১৫ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকার সরকারি সিদ্ধান্ত রয়েছে, এরপরে যদি সরকারি ঘোষণায় একাডেমিক কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয় কেবলমাত্র তবেই স্বাস্থ্যবিধি (আবাসিক হল না খুলে) মেনে পরীক্ষা গ্রহণ করা হবে।

এ বিষয়ে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচ মোস্তাফিজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন বন্ধ থাকায় একাডেমিক কার্যক্রমে স্থবিরতা থাকায় অনেক শিক্ষার্থীর মাঝে হতাশা বিরাজ করছে। আমরা আমাদের শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই স্থগিত হওয়া শেষ বর্ষের পরীক্ষাগুলো নেওয়ার পাশাপাশি যে সকল বিভাগের রেজাল্ট প্রকাশ হওয়ার বাকী রয়েছে সেগুলো দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করার জন্য বিভাগীয় প্রধানদের নির্দেশ দিয়েছি।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group