ক্যাম্পাস

মেডিকেল-ডেন্টাল কলেজের প্রফেশনাল পরীক্ষা স্থগিত

মেডিকেল-ডেন্টাল কলেজের প্রফেশনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের আন্দোলনের মুখে স্থগিত করা হয়েছে মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রফেশনাল (পেশাগত) পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিনের ডিন ডা. শাহরিয়ার নবী এটি নিশ্চিত করেন। গতকাল এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।

ডা. শাহরিয়ার নবী জানান, ডিসেম্বরে যেসব প্রফেশনাল পরীক্ষা হওয়ার কথা ছিল তা জানুয়ারির শেষদিকে অথবা ফেব্রুয়ারির শুরুর দিকে নেওয়া হবে। এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এরপরও আমরা করোনা পরিস্থিতির দিকে নজর রাখব। মেডিকেল ও ডেন্টাল কলেজের স্থগিত হওয়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পেশাগত (প্রফেশনাল) পরীক্ষাগুলো চলতি বছর ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে নেওয়ার ঘোষণা দিলে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

তারা করোনা চলাকালীন পরীক্ষায় অংশ নিতে চান না। পরীক্ষা ছাড়াই পরবর্তী প্রফেশনাল কোর্সের ক্লাস করাসহ চার দাবিতে দুই দফায় শাহবাগ অবরোধ, মহাখালীতে রাজপথ অবরোধ করেছিলেন এই ছাত্র-ছাত্রীরা।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group