ক্যাম্পাস

সেশনজটমুক্ত শিক্ষাবর্ষের দাবিতে রাস্তা অবরোধ করেছে মেডিকেল শিক্ষার্থীরা

সেশনজটমুক্ত মেডিকেল শিক্ষাবর্ষের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা। এ সময় চার দফা দাবি জানান তারা। রবিবার বেলা ১১টার পর বিক্ষোভ শুরু হয়। অবরোধে শাহবাগের চতুর্মুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে আশপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো

অনতিবিলম্বে সেশনজট দূর করতে অনলাইন ক্লাস শুরুর নির্দেশনা দেওয়া, প্রফ পরীক্ষা না নেওয়া,

বেসরকারি মেডিকেল কলেজে ৬০ মাসের বেশি বেতন না নেওয়া ও মহামারির সময় পরীক্ষা দিতে গিয়ে আক্রান্ত হলে দায়ভার কর্তৃপক্ষকে নেওয়া।

সেশনজটমুক্ত শিক্ষাবর্ষের দাবিতে রাস্তা অবরোধ করেছে মেডিকেল শিক্ষার্থীরা

করোনা মহামারির কারণে মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। এতে করে অনিশ্চয়তায় পড়েছেন এসব শিক্ষার্থীরা। তারা সেশনজটের আশঙ্কা করছেন। আশঙ্ক থেকেই বিক্ষোভে নেমেছেন তারা।

এর আগেও কেন্দ্রীয় শহীদ মিনারে মানবন্ধন এবং শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group