ক্যাম্পাস

পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের

পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের। করোনাভাইরসের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সব বিভাগের মান উন্নয়ন পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে ইবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ লাভলু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনা প্রাদুর্ভাবের কারণে অনেক বিভাগে মান উন্নয়ন বা রিটেক পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। সেসব বিভাগের শিক্ষার্থীরা আবেদনের পরিপ্রেক্ষিতে এবং বিভাগীয় একাডেমিক কমিটির সুপারিশের ভিত্তিতে পরীক্ষা দিতে পারবেন।

তবে, পরীক্ষার্থী সংখ্যা ১০ জনের বেশি হলে পরীক্ষা নিতে পারবে না সংশ্লিষ্ট বিভাগ।

ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম বলেন, যে সামাজিক দূরত্ব বজায় রেখে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, যদি কোনো বিভাগে শিক্ষার্থীর সংখ্যা ১০ জনের বেশি হয় তবে সংশ্লিষ্ট বিভাগগুলোকে পরীক্ষা নিতে দেয়া হবে না। পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় হলে ওঠার সুবিধা দেয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group