বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পাশের হার শতকরা ৯৯ দশমিক ৯৯২ ভাগ। ইতোমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এমন নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ৬৪ হাজার ৯৯৫ জন। চূড়ান্তভাবে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৬৪ হাজার ৯৯০ জন।
Bangladesh Open University BOU HSC Result published date 8th Feb 2024.
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মো. আবুল কাসেম শিখদার এ রেজাল্ট প্রকাশের তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ফলাফল 2024 প্রকাশিত

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে চারজন ‘এ(+)’, ৬৯১ জন ‘এ’, চার হাজার ৭০২ জন ‘এ(-)’, ১৭ হাজার ১৭৯ জন ‘বি’, ৩৬ হাজার ২৯৩ জন ‘সি’ এবং ছয় হাজার ১২১ জন ‘ডি’ গ্রেডে উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৩৬ হাজার ২২৫ জন ছাত্র এবং ২৮ হাজার ৭৩৫ জন ছাত্রী। Onpen University HSC Result 2022 বিস্তারিত জানার জন্য https://exam.bou.edu.bd/ এবং http://www.bou.ac.bd/result.php যোগাযোগ করতে বলা হয়েছে।