বিসিএস

৪৪তম বিসিএস প্রিলি প্রস্তুতি (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংক্রান্ত সকল প্রশ্ন)

৪৪তম বিসিএস প্রিলি প্রস্তুতি (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংক্রান্ত সকল প্রশ্ন)
বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের লেখা তিনটি গ্রন্থ
বঙ্গবন্ধুর প্রথম আত্মজীবনী — অসমাপ্ত আত্মজীবনী
প্রকাশিত হয় — “দি ইউনিভার্সিটি প্রেস” থেকে
প্রকাশের তারিখ — ১৮ জুন ২০১২ সাল
ইংরেজিতে অনুবাদ করেন — ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ফখরুল আলম
গ্রন্থটিতে ঘটনা স্থান পেয়েছে — ১৯২০ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত
গ্রন্থটি লেখা হয় — ১৯৬৭ থেকে ১৯৬৯ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে
বইটির ভূমিকা লেখেছেন — প্রধানমন্ত্রী শেখ হাসিনা
গ্রন্থটি সম্পাদনা করেছেন — সামসুজ্জামান খান
প্রচ্ছদ শিল্প ছিলেন — সমর মজুমদার
বইটি প্রকাশিত হয়েছে — মোট ১৭ টি ভাষায়
বইটি অনূদিত হয়েছে — ১৬ টি ভাষায়

সর্বশেষ অনুবাদিত হয়েছে — গ্রীক ভাষায় (৩১ অক্টোবর ২০২১)
২০২১ সালের ১২ অক্টোবর মারাঠি ভাষায় প্রকাশ করেন — অর্পনা ভেলনকার ( অনুবাদ গ্রন্থের নাম- অপূর্ণ অত্মকথা)
অসমাপ্ত আত্মজীবনী নিয়ে রচিত চলচিত্র — চিরঞ্জীব মুজিব
চিরঞ্জীব মুজিব চলচ্চিত্রে বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেন — আহমেদ রুবেল
চলচ্চিত্রটির পরিচালক — নজরুল ইসলাম
কোরিয়া ভাষায় অনুবাদ করেন — লি ডং হিউন
নোট : ২০১৯ সালের ফেব্রুয়ারিতে মালয় ভাষায় লেখা পান্ডুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় এটির কাজ চলমান
কারাগারের রোজনামচা (Prison Diaries)
বঙ্গবন্ধুর দ্বিতীয় আত্মজীবনী মূলক গ্রন্থ — কারাগারের রোজনামচা
বইটির ভূমিকা লেখেন — প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বইটি প্রকাশিত হয় — ১৭ মার্চ ২০১৭ সালে বঙ্গবন্ধুর ৯৮ তম জন্মবার্ষিকীতে
গ্রন্থটি প্রকাশ করে — বাংলা একাডেমি

বইটির ইংরেজি অনুবাদ করেছেন — ফখরুল আলম
নামকরণ করেন — বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহেনা
গ্রন্থটিতে স্থান পেয়েছে — ১৯৬৬-৬৮ সালের জেল জীবনের চিত্র
বইটির প্রচ্ছদ শিল্প — তারিক সুজাত
বইটি প্রকাশিত হয়েছে — মোট ৫টি ভাষায়
অনূদিত হয়েছে — ৪ টি ভাষায় (ইংরেজী, অসমীয়া, নেপালী ও ফরাসি)
ফরাসি ভাষায় অনুবাদ করেন — ফিলিপে বেনোয়াঁ ১৭ জুন ২০২১
ফরাসি ভাষায় অনূদিত গ্রন্থের নাম — Journal De Prison
আমার দেখা নয়াচীন (New China)

চীন ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে লেখা — আমার দেখা নয়াচীন
বঙ্গবন্ধুর ৩য় আত্মজীবনী মূলক গ্রন্থ — আমার দেখা নয়াচীন
বঙ্গবন্ধুর ১৯৫২ এবং ১৯৫৭ সালের চীন ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে আমার দেখা নয়াচীন বইটি লেখা শুরু করেছেন — ১৯৫৪ সালে
প্রকাশিত হয় — ২রা ফেব্রুয়ারি, ২০২০ সালে
প্রকাশ করেন — বাংলা একাডেমি
বইটির ভূমিকা লেখেছেন — প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বইটির ইংরেজি অনুবাদ করেন — ফখরুল আলম (১৮ মার্চ, ২০২১)
বঙ্গবন্ধুর নামে ইউনেস্কো পুরষ্কার প্রদান
ইউনেস্কো সৃজনশীল অর্থনীতিতে উদ্যোগের জন্য তরুনদের

উৎসাহিত করতে পুরস্কার চালু করেন — বঙ্গবন্ধুর শেখ
মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দি ফিল্ড অব ক্রিয়েটিভ ইকোনমি
পুরষ্কারের বিষয় — সৃজনশীল/ সৃষ্টিশীল অর্থনীতিতে অবদানের জন্য
পুরষ্কারের অর্থমূল্য — ৫০ হাজার মার্কিন ডলার
বঙ্গবন্ধুর নামে ইউনেস্কো পুরষ্কার প্রদান ঘোষণা করে — নভেম্বর, ২০২১ সালে
প্রথম পুরষ্কার ঘোষণা করা হয় — ইউনেস্কোর ৪১ তম সাধারণ সভা চলাকালে

২০২১ সালে ১১ নভেম্বর প্যারিসে প্রথম পুরষ্কার তুলে দেন — উগান্ডা কাম্পালা ভিত্তিক মোটিভ ক্রিয়েশন লিমিটেড কতৃপক্ষ জাফেথ কাওয়ানগুজির হতে
ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কো নিযুক্ত
বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়জ হোসেন
বঙ্গবন্ধু পুরষ্কার প্রস্তাব দেন — ২০১৯ সালের আগস্টে
বঙ্গবন্ধুনামা
পাকিস্তান আমলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর
বিভিন্ন গোয়েন্দা দপ্তরের সংরক্ষিত গোপনীয় যে প্রতিবেদন
দেওয়া হয়েছিল সেসবের ভেতর থেকে ১৯৪৮-১৯৫০ তিন
বছরের প্রতিবেদন গুলো নিয়ে সংকলিত গ্রন্থের মোড়ক
উন্মোচন করা হয় — ৭ সেপ্টেম্বর ২০১৮ সালে

গ্রন্থের নাম — “সিক্রেট ডকুমেন্ট অব ইন্টেলিজেন্স ব্রাঞ্জ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান”
গ্রন্থের মোট খন্ড — ১৪ খন্ড
বঙ্গবন্ধুর বিরুদ্ধে পাকিস্তানি গোয়েন্দা প্রতিবেদন সূচনা — ১৩ জানুয়ারির, ১৯৪৮ সাল
দ্বিতীয় গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ — ৩ মার্চ ১৯৪৮
১৯৪৮-১৯৫০ এই তিন বছরে বঙ্গবন্ধুর বিরুদ্ধে গোয়েন্দা প্রতিবেদন দেওয়া হয়েছে — ৩২১টি (তখন বঙ্গবন্ধুর বয়স ছিল-২৮ বছর

বঙ্গবন্ধু’ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নত্তর নিচে দেওয়া হলো। যে কোন চাকরির পরিক্ষায় এখান থেকে কমন পাবেন ইনশাআল্লাহ।
[1] বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক
কে? [35th
BCS]
____ শেখ মুজিবুর রহমান
[2] ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি কার লেখা?
[35th BCS]
____শেখ মুজিবুর রহমান
[3] শেখ মুজিবুর রহমান কে ‘রাজনীতির কবি’ হিসাবে
আখ্যায়িত
করে কোন সাময়িকী? [35th BCS]
___ নিউজউইক
[4] মার্কিন সাময়িকী নিউজউইক কখন বঙ্গবন্ধুকে
রাজনীতির কবি
হিসেবে আখ্যায়িত করে?
___ ৫ জুন, ১৯৭১
[5] মার্কিন সাপ্তাহিক সাময়িকী নিউজউইকে কোন
সাংবাদিক
বঙ্গবন্ধুকে রাজনীতির কবি হিসেবে আখ্যায়িত
করেছিলো?
____লোবেল জেঙ্কিস
[6] ২৫ মার্চের মধ্যরাতে ( ২৬ মার্চ প্রথম প্রহরে)
বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষনা করেন
কীসের
মাধ্যমে? [36th BCS]
___ ওয়ারলেসের মাধ্যমে
[7] বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী? [29th
BCS]
___ শেখ মুজিবুর রহমান
[8] ঐতিহাসিক ছয় দফা দাবি কে ঘোষনা করেন?
___ শেখ মুজিবুর রহমান
[9] বঙ্গবন্ধু কখন ছয়দফা কর্মসূচী ঘোষনা করেন?
[36th
BCS]
উ: ৫ ফেব্রুয়ারী ১৯৬৬
[10] বিরোধীদলের সম্মেলনে শেখ মুজিবুর
রহমান কবে
ছয়দফা উত্থাপন করেন?
উ: ১৩ ফেব্রুয়ারী ১৯৬৬
[11] শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে কবে
ছয়দফা ঘোষনা করেন?
উ: ২৩ মার্চ ১৯৬৬
[12] কোন প্রস্তাবের ভিত্তিতে ছয়দফা রচিত হয়?
উ: লাহোর প্রস্তাব
[13] ছয়দফার প্রথম দফা কি ছিল?
উ: স্বায়ত্বশাসন
[14] ‘বাঙ্গালী জাতির মুক্তির সনদ’ হিসেবে পরিচিত
কোনটি?
উ: ছয়দফা
[15] ছয় দফাকে কীসের সাথে তুলনা করা হয়?
___ ম্যাগনাকার্টা বিল
[16] আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কবে?
উ: ৩ জানুয়ারী ১৯৬৮
[17] আগরতলা মামলার মোট আসামী কতজন ছিল?
উ: ৩৫ জন (শেখ মুজিব সহ) [ 40 তম বিসিএস]
.
[18] আগরতলা ষড়যন্ত্র মামলার
প্রধান আসামী কে ছিল?
উ: শেখ মুজিবুর রহমান
[19] আগরতলা ষড়যন্ত্র মামলা কি নামে দায়ের করা
হয়েছিল?
উ: “রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব ও অন্যান্য”
[20] কে কখন পূর্ব পাকিস্থানের নামকরণ “বাংলাদেশ”
করেন?
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৬৯ সালের ৫
ডিসেম্বর।
21] শেখ মুজিবুর রহমানকে কখন বঙ্গবন্ধু উপাধি
দেওয়া হয়?
—১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি
[22] শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন
কে?
—তোফায়েল আহমেদ
[23] শেখ মুজিবুর রহমানকে জাতির জনক উপাধি দেন
কে?
—আ স ম আব্দুর রব; ৩ মার্চ, ১৯৭১
[24] শেখ মুজিব কে জাতির জনক ঘোষনা
করা হয় কোথায়?
উ: ঐতিহাসিক পল্টন ময়দানে।
[25] সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে শেখ
মুজিবুর রহমান
বাংলাদেশের জাতির জনক?
—-৪-ক
[26] বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষন সংবিধানের
কোন
তফসিলের অন্তর্ভুক্ত? [ 40 তম বিসিএস ]
___ ৫ম তফসিলে।
[27] ২০০৪ সালে বিবিসি’র জনমত জরীপে কে
সর্বকালের
সর্বশ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হয়?
—শেখ মুজিবুর রহমান
[28] শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন
দেন
কোথায়?
—সোহরাওয়ার্দী উদ্যানে।
[29] জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কে
সর্বপ্রথম
বাংলায় ভাষন দেন?
—শেখ মুজিবুর রহমান
[30] শেখ মুজিবুর রহমান কখন জন্মগ্রহন করেন?
—১৯২০ সালের ১৭ই মার্চ
[31] বঙ্গবন্ধুর গ্রাম টুঙ্গিপাড়া কোন নদীর তীরে
অবস্থিত?
__ বাইগার।
[32] কলকাতা ইসলামিয়া কলেজের বেকার
হোস্টেলে
বঙ্গবন্ধুর ব্যবহৃত কোন কক্ষটিকে “বঙ্গবন্ধু স্মৃতি
কক্ষ” করা
হয়েছে?
__ ২৩ ও ২৪ নং কক্ষ।
[33] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন ইসলামিক
ফাউণ্ডেশন
প্রতিষ্ঠা করেন?
২২ মার্চ, ১৯৭৫ সালে।
[34] সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কখন
বঙ্গবন্ধুকে
বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বলে রায় দেয়?
___ ২০০৯ সালে।
[35] সংবিধানের কোন তফসিল অনুসারে বঙ্গবন্ধু
শেখ মুজিবুর
রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক?
____ ৬ষ্ঠ তফসিল।
[36] “লোকটি এবং তাঁর দল পাকিস্তানের শত্রু, এবার
সে দায়
এড়াতে পারবে না”
১৯৭১ সালে বঙ্গবন্ধুকে
উদ্দেশ্য
করে এই দম্ভোক্তিটি কে করেছিলেন? [ ২০ তম
বিসিএস ]
___ জেনারেল ইয়াহিয়া খান।
[37] শেখ মুজিবুর রহমান কখন শাহাদাত বরণ করেন?
—১৯৭৫ সালের ১৫ই আগস্ট
[38] শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন
দিবস কত
তারিখ?
—১০ই জানুয়ারি
[39] কত তারিখে জাতীয় শিশু দিবস পালিত হয়?
___ ১৭ মার্চ।
[40] বাংলাদেশের জাতীয় শোক দিবস কত তারিখে পালিত হয়?
___ ১৫ আগস্ট।
41] কোন জেলার একটি উপজেলার নাম বঙ্গবন্ধু
শেখ মুজিবুর
রহমানের নামে নামকরণ করা হয়েছে?
___ মেহেরপুর জেলার ( মুজিবনগর উপজেলা)
নামকরণ করেন প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন
আহমদ।

[42] কোন সালটিকে মুজিববর্ষ ঘোষণা করা
হয়েছে?
__ ২০২০-২০২১
[43] বঙ্গবন্ধুর শততম জন্মদিন উদযাপিত হবে কখন?
__ ২০২০ সালে
[44] ” কারাগারের রোজনামচা” গ্রন্থটির রচয়িতা কে?
__ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
[45] “আমার কিছু কথা” গ্রন্থটির রচয়িতা কে?
__ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
[46] “আমি হিমালয় দেখিনি, শেখ মুজিবকে
দেখেছি”- উক্তিটি
কার?
_ কিউবার প্রয়াত প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো’র।
[47] কোন সাময়িকীর প্রবন্ধে বঙ্গবন্ধু শেখ
মুজিবুর
রহমানকে “ফরগটেন হিরো” বলে আখ্যায়িত করা
হয়?
__ফ্রন্টলাইন সাময়িকী; লেখক ডেভিড লুডেন।
[48] হুমায়ুন আহমেদের কোন কোন উপন্যাসে
যুদ্ধ ও
পরবর্তী সময়ে বঙ্গবন্ধুকে চিত্রায়িত করা
হয়েছে?

__ জোছনা ও জননীর গল্প, দেয়াল।
[49] বিশ্ব শান্তি পরিষদ কখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানকে
“জুলি ও কুরি” শান্তি পদকে ভূষিত করে?
-১৯৭৩ সালের ২৩ মে।
[50] ইউনেস্কো কখন বঙ্গবন্ধুর ৭ মার্চের
ভাষনকে “বিশ্ব
প্রামাণ্য ঐতিহ্য” বলে স্বীকৃতি দেয়?
_২০১৭ সালের ৩০ অক্টোবর।
[51] “যতদিন রবে পদ্মা-মেঘনা-গৌরী- যমুনা বহমান,
ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান”__
পঙক্তিমালা
কোন কবির রচনা?
____ কবি অন্নদাশঙ্কর রায়।
[52] বিখ্যাত কবিতা “বঙ্গবন্ধু” এর রচয়িতা কে?
____ পল্লীকবি জসীমউদ্দিন।
[53] “আমি কিংবদন্তির কথা বলছি” কবিতায় কবি আবুজাফর
ওবায়দুল্লাহ
কোন কিংবদন্তী মানুষের কথা বলেছেন?
___ শেখ মুজিবুর রহমান।
[54] “যদি রাত পোহালে শোনা যেতো” __
বঙ্গবন্ধুকে নিয়ে রচিত এই বিখ্যাত গানটির গীতিকার কে?
___ হাসান মতিউর রহমান।

[55] বঙ্গবন্ধু কতবার বাংলাদেশের রাষ্ট্রপতি
হয়েছিলেন?
___ দুই বার। ( প্রধানমন্ত্রী এক বার)
[56] ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায়
বঙ্গবন্ধুকে নিয়ে
নির্মিতব্য চলচ্চিত্রের পরিচালক কে?
___ শ্যাম বেনেগাল
[57] শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন
বিভাগের
ছাত্র ছিলেন?
___ আইন বিভাগ।
[58] আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠাকালে শেখ
মুজিবুর
রহমানকে কোন পদ দেওয়া হয়?
___ যুগ্ম সাধারণ সম্পাদক।
[59] যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রীসভায় বঙ্গবন্ধু
কোন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন?
___ কৃষি, বন, পল্লী উন্নয়ন ও সমবায়
60] স্বাধীনতা অর্জনের পর পাকিস্তানের কারাগার
থেকে
বঙ্গবন্ধু কবে মুক্তি পান?
___ ১৯৭২ সালের ৮ জানুয়ারি।
৬১। “কারাগারের রোজনামচা” বইটির লেখক কে?
– শেখ মুজিবুর রহমান
৬২। “কারাগারের রোজনামচা” বইটি কোথা থেকে প্রকাশিত হয়?
– বাংলা একাডেমি
৬৩। “কারাগারের রোজনামচা” বইটি কার অর্থায়নে প্রকাশিত হয়?
– সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
৬৪। “কারাগারের রোজনামচা” বইটি কোন বাজেটের সাথে জড়িত?
– ২০১৬-২০১৭ অর্থ বছর
৬৫। “কারাগারের রোজনামচা”বইটি কবে প্রকাশিত হয়?
– ফেব্রুয়ারি ২০১৭
৬৬। “কারাগারের রোজনামচা” বইটির গ্রন্থস্বত্ব কার?
– বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট
৬৭।প্রথম মুদ্রণ সংখ্যা কত?
-১০০০০
৬৮। “কারাগারের রোজনামচা” বইটির ISBN কত?
– ISBN 984-07-5643-5

৬৯। ভাষা আন্দোলন কবে শুরু করেন?
-১৯৪৮ সালে।
৭০। ভাষা আন্দোলনের সময় কত তারিখে গ্রেফতার হন?
-১১ মার্চ ১৯৪৮
৭১। ১১ মার্চ ১৯৪৮ সালে গ্রেফতার হয়ে কবে মুক্তি পান?
– ১৫ মার্চ ১৯৪৮
৭২। “ভুখা” মিছিল কবে বের করেন?
– ১৪ অক্টোবর ১৯৪৯
৭৩। “ভুখা” মিছিলের জন্য কতদিন কারাগারে বন্দি থাকতে হয়েছিল?
– প্রায় আড়াই বছর
৭৪। “কারাগারের রোজনামচা” বইয়ের ভূমিকা লেখেন কে?
– শেখ হাসিনা

৭৫। “জেলের ভিতর অনেক ছোট ছোট জেল আছে।” উক্তিটি কার?
– বঙ্গবন্ধু
৭৬। “কারাগারের রোজনামচা” বইয়ে কত প্রকার জেলের কথা বলা আছে?
-৩ প্রকার
৭৭। “কারাগার একটা আলাদা দুনিয়া। এখানে আইনের বইতে যত রকম শাস্তি
আছে সকল রকম শাস্তিপ্রাপ্ত লোকই আছে।” কে বলেছেন?
– বঙ্গবন্ধু
৭৮। “জেলখানায় মানুষ,মানুষ থাকেনা। মেশিন হয়ে যায়।” কে বলেছিলেন?
– বঙ্গবন্ধু
৭৯। কত বছরের উপরে সাজা হলে কেন্দ্রীয় জেলে পাঠিয়ে দেয় বলে বঙ্গবন্ধু
বলেছিলেন?
– ৩ বছর
৮০। জেলে কয়েদিদের কয়বার গুণতি দেয়া হতো?
-৬ বার

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group