৪৪তম বিসিএস প্রিলি প্রস্তুতি (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংক্রান্ত সকল প্রশ্ন)
বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের লেখা তিনটি গ্রন্থ
বঙ্গবন্ধুর প্রথম আত্মজীবনী — অসমাপ্ত আত্মজীবনী
প্রকাশিত হয় — “দি ইউনিভার্সিটি প্রেস” থেকে
প্রকাশের তারিখ — ১৮ জুন ২০১২ সাল
ইংরেজিতে অনুবাদ করেন — ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ফখরুল আলম
গ্রন্থটিতে ঘটনা স্থান পেয়েছে — ১৯২০ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত
গ্রন্থটি লেখা হয় — ১৯৬৭ থেকে ১৯৬৯ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে
বইটির ভূমিকা লেখেছেন — প্রধানমন্ত্রী শেখ হাসিনা
গ্রন্থটি সম্পাদনা করেছেন — সামসুজ্জামান খান
প্রচ্ছদ শিল্প ছিলেন — সমর মজুমদার
বইটি প্রকাশিত হয়েছে — মোট ১৭ টি ভাষায়
বইটি অনূদিত হয়েছে — ১৬ টি ভাষায়
সর্বশেষ অনুবাদিত হয়েছে — গ্রীক ভাষায় (৩১ অক্টোবর ২০২১)
২০২১ সালের ১২ অক্টোবর মারাঠি ভাষায় প্রকাশ করেন — অর্পনা ভেলনকার ( অনুবাদ গ্রন্থের নাম- অপূর্ণ অত্মকথা)
অসমাপ্ত আত্মজীবনী নিয়ে রচিত চলচিত্র — চিরঞ্জীব মুজিব
চিরঞ্জীব মুজিব চলচ্চিত্রে বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেন — আহমেদ রুবেল
চলচ্চিত্রটির পরিচালক — নজরুল ইসলাম
কোরিয়া ভাষায় অনুবাদ করেন — লি ডং হিউন
নোট : ২০১৯ সালের ফেব্রুয়ারিতে মালয় ভাষায় লেখা পান্ডুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় এটির কাজ চলমান
কারাগারের রোজনামচা (Prison Diaries)
বঙ্গবন্ধুর দ্বিতীয় আত্মজীবনী মূলক গ্রন্থ — কারাগারের রোজনামচা
বইটির ভূমিকা লেখেন — প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বইটি প্রকাশিত হয় — ১৭ মার্চ ২০১৭ সালে বঙ্গবন্ধুর ৯৮ তম জন্মবার্ষিকীতে
গ্রন্থটি প্রকাশ করে — বাংলা একাডেমি
বইটির ইংরেজি অনুবাদ করেছেন — ফখরুল আলম
নামকরণ করেন — বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহেনা
গ্রন্থটিতে স্থান পেয়েছে — ১৯৬৬-৬৮ সালের জেল জীবনের চিত্র
বইটির প্রচ্ছদ শিল্প — তারিক সুজাত
বইটি প্রকাশিত হয়েছে — মোট ৫টি ভাষায়
অনূদিত হয়েছে — ৪ টি ভাষায় (ইংরেজী, অসমীয়া, নেপালী ও ফরাসি)
ফরাসি ভাষায় অনুবাদ করেন — ফিলিপে বেনোয়াঁ ১৭ জুন ২০২১
ফরাসি ভাষায় অনূদিত গ্রন্থের নাম — Journal De Prison
আমার দেখা নয়াচীন (New China)
চীন ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে লেখা — আমার দেখা নয়াচীন
বঙ্গবন্ধুর ৩য় আত্মজীবনী মূলক গ্রন্থ — আমার দেখা নয়াচীন
বঙ্গবন্ধুর ১৯৫২ এবং ১৯৫৭ সালের চীন ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে আমার দেখা নয়াচীন বইটি লেখা শুরু করেছেন — ১৯৫৪ সালে
প্রকাশিত হয় — ২রা ফেব্রুয়ারি, ২০২০ সালে
প্রকাশ করেন — বাংলা একাডেমি
বইটির ভূমিকা লেখেছেন — প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বইটির ইংরেজি অনুবাদ করেন — ফখরুল আলম (১৮ মার্চ, ২০২১)
বঙ্গবন্ধুর নামে ইউনেস্কো পুরষ্কার প্রদান
ইউনেস্কো সৃজনশীল অর্থনীতিতে উদ্যোগের জন্য তরুনদের
উৎসাহিত করতে পুরস্কার চালু করেন — বঙ্গবন্ধুর শেখ
মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দি ফিল্ড অব ক্রিয়েটিভ ইকোনমি
পুরষ্কারের বিষয় — সৃজনশীল/ সৃষ্টিশীল অর্থনীতিতে অবদানের জন্য
পুরষ্কারের অর্থমূল্য — ৫০ হাজার মার্কিন ডলার
বঙ্গবন্ধুর নামে ইউনেস্কো পুরষ্কার প্রদান ঘোষণা করে — নভেম্বর, ২০২১ সালে
প্রথম পুরষ্কার ঘোষণা করা হয় — ইউনেস্কোর ৪১ তম সাধারণ সভা চলাকালে
২০২১ সালে ১১ নভেম্বর প্যারিসে প্রথম পুরষ্কার তুলে দেন — উগান্ডা কাম্পালা ভিত্তিক মোটিভ ক্রিয়েশন লিমিটেড কতৃপক্ষ জাফেথ কাওয়ানগুজির হতে
ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কো নিযুক্ত
বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়জ হোসেন
বঙ্গবন্ধু পুরষ্কার প্রস্তাব দেন — ২০১৯ সালের আগস্টে
বঙ্গবন্ধুনামা
পাকিস্তান আমলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর
বিভিন্ন গোয়েন্দা দপ্তরের সংরক্ষিত গোপনীয় যে প্রতিবেদন
দেওয়া হয়েছিল সেসবের ভেতর থেকে ১৯৪৮-১৯৫০ তিন
বছরের প্রতিবেদন গুলো নিয়ে সংকলিত গ্রন্থের মোড়ক
উন্মোচন করা হয় — ৭ সেপ্টেম্বর ২০১৮ সালে
গ্রন্থের নাম — “সিক্রেট ডকুমেন্ট অব ইন্টেলিজেন্স ব্রাঞ্জ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান”
গ্রন্থের মোট খন্ড — ১৪ খন্ড
বঙ্গবন্ধুর বিরুদ্ধে পাকিস্তানি গোয়েন্দা প্রতিবেদন সূচনা — ১৩ জানুয়ারির, ১৯৪৮ সাল
দ্বিতীয় গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ — ৩ মার্চ ১৯৪৮
১৯৪৮-১৯৫০ এই তিন বছরে বঙ্গবন্ধুর বিরুদ্ধে গোয়েন্দা প্রতিবেদন দেওয়া হয়েছে — ৩২১টি (তখন বঙ্গবন্ধুর বয়স ছিল-২৮ বছর
বঙ্গবন্ধু’ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নত্তর নিচে দেওয়া হলো। যে কোন চাকরির পরিক্ষায় এখান থেকে কমন পাবেন ইনশাআল্লাহ।
[1] বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক
কে? [35th
BCS]
____ শেখ মুজিবুর রহমান
[2] ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি কার লেখা?
[35th BCS]
____শেখ মুজিবুর রহমান
[3] শেখ মুজিবুর রহমান কে ‘রাজনীতির কবি’ হিসাবে
আখ্যায়িত
করে কোন সাময়িকী? [35th BCS]
___ নিউজউইক
[4] মার্কিন সাময়িকী নিউজউইক কখন বঙ্গবন্ধুকে
রাজনীতির কবি
হিসেবে আখ্যায়িত করে?
___ ৫ জুন, ১৯৭১
[5] মার্কিন সাপ্তাহিক সাময়িকী নিউজউইকে কোন
সাংবাদিক
বঙ্গবন্ধুকে রাজনীতির কবি হিসেবে আখ্যায়িত
করেছিলো?
____লোবেল জেঙ্কিস
[6] ২৫ মার্চের মধ্যরাতে ( ২৬ মার্চ প্রথম প্রহরে)
বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষনা করেন
কীসের
মাধ্যমে? [36th BCS]
___ ওয়ারলেসের মাধ্যমে
[7] বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী? [29th
BCS]
___ শেখ মুজিবুর রহমান
[8] ঐতিহাসিক ছয় দফা দাবি কে ঘোষনা করেন?
___ শেখ মুজিবুর রহমান
[9] বঙ্গবন্ধু কখন ছয়দফা কর্মসূচী ঘোষনা করেন?
[36th
BCS]
উ: ৫ ফেব্রুয়ারী ১৯৬৬
[10] বিরোধীদলের সম্মেলনে শেখ মুজিবুর
রহমান কবে
ছয়দফা উত্থাপন করেন?
উ: ১৩ ফেব্রুয়ারী ১৯৬৬
[11] শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে কবে
ছয়দফা ঘোষনা করেন?
উ: ২৩ মার্চ ১৯৬৬
[12] কোন প্রস্তাবের ভিত্তিতে ছয়দফা রচিত হয়?
উ: লাহোর প্রস্তাব
[13] ছয়দফার প্রথম দফা কি ছিল?
উ: স্বায়ত্বশাসন
[14] ‘বাঙ্গালী জাতির মুক্তির সনদ’ হিসেবে পরিচিত
কোনটি?
উ: ছয়দফা
[15] ছয় দফাকে কীসের সাথে তুলনা করা হয়?
___ ম্যাগনাকার্টা বিল
[16] আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কবে?
উ: ৩ জানুয়ারী ১৯৬৮
[17] আগরতলা মামলার মোট আসামী কতজন ছিল?
উ: ৩৫ জন (শেখ মুজিব সহ) [ 40 তম বিসিএস]
.
[18] আগরতলা ষড়যন্ত্র মামলার
প্রধান আসামী কে ছিল?
উ: শেখ মুজিবুর রহমান
[19] আগরতলা ষড়যন্ত্র মামলা কি নামে দায়ের করা
হয়েছিল?
উ: “রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব ও অন্যান্য”
[20] কে কখন পূর্ব পাকিস্থানের নামকরণ “বাংলাদেশ”
করেন?
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৬৯ সালের ৫
ডিসেম্বর।
21] শেখ মুজিবুর রহমানকে কখন বঙ্গবন্ধু উপাধি
দেওয়া হয়?
—১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি
[22] শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন
কে?
—তোফায়েল আহমেদ
[23] শেখ মুজিবুর রহমানকে জাতির জনক উপাধি দেন
কে?
—আ স ম আব্দুর রব; ৩ মার্চ, ১৯৭১
[24] শেখ মুজিব কে জাতির জনক ঘোষনা
করা হয় কোথায়?
উ: ঐতিহাসিক পল্টন ময়দানে।
[25] সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে শেখ
মুজিবুর রহমান
বাংলাদেশের জাতির জনক?
—-৪-ক
[26] বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষন সংবিধানের
কোন
তফসিলের অন্তর্ভুক্ত? [ 40 তম বিসিএস ]
___ ৫ম তফসিলে।
[27] ২০০৪ সালে বিবিসি’র জনমত জরীপে কে
সর্বকালের
সর্বশ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হয়?
—শেখ মুজিবুর রহমান
[28] শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন
দেন
কোথায়?
—সোহরাওয়ার্দী উদ্যানে।
[29] জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কে
সর্বপ্রথম
বাংলায় ভাষন দেন?
—শেখ মুজিবুর রহমান
[30] শেখ মুজিবুর রহমান কখন জন্মগ্রহন করেন?
—১৯২০ সালের ১৭ই মার্চ
[31] বঙ্গবন্ধুর গ্রাম টুঙ্গিপাড়া কোন নদীর তীরে
অবস্থিত?
__ বাইগার।
[32] কলকাতা ইসলামিয়া কলেজের বেকার
হোস্টেলে
বঙ্গবন্ধুর ব্যবহৃত কোন কক্ষটিকে “বঙ্গবন্ধু স্মৃতি
কক্ষ” করা
হয়েছে?
__ ২৩ ও ২৪ নং কক্ষ।
[33] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন ইসলামিক
ফাউণ্ডেশন
প্রতিষ্ঠা করেন?
২২ মার্চ, ১৯৭৫ সালে।
[34] সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কখন
বঙ্গবন্ধুকে
বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বলে রায় দেয়?
___ ২০০৯ সালে।
[35] সংবিধানের কোন তফসিল অনুসারে বঙ্গবন্ধু
শেখ মুজিবুর
রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক?
____ ৬ষ্ঠ তফসিল।
[36] “লোকটি এবং তাঁর দল পাকিস্তানের শত্রু, এবার
সে দায়
এড়াতে পারবে না” ১৯৭১ সালে বঙ্গবন্ধুকে
উদ্দেশ্য
করে এই দম্ভোক্তিটি কে করেছিলেন? [ ২০ তম
বিসিএস ]
___ জেনারেল ইয়াহিয়া খান।
[37] শেখ মুজিবুর রহমান কখন শাহাদাত বরণ করেন?
—১৯৭৫ সালের ১৫ই আগস্ট
[38] শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন
দিবস কত
তারিখ?
—১০ই জানুয়ারি
[39] কত তারিখে জাতীয় শিশু দিবস পালিত হয়?
___ ১৭ মার্চ।
[40] বাংলাদেশের জাতীয় শোক দিবস কত তারিখে পালিত হয়?
___ ১৫ আগস্ট।
41] কোন জেলার একটি উপজেলার নাম বঙ্গবন্ধু
শেখ মুজিবুর
রহমানের নামে নামকরণ করা হয়েছে?
___ মেহেরপুর জেলার ( মুজিবনগর উপজেলা)
নামকরণ করেন প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন
আহমদ।
[42] কোন সালটিকে মুজিববর্ষ ঘোষণা করা
হয়েছে?
__ ২০২০-২০২১
[43] বঙ্গবন্ধুর শততম জন্মদিন উদযাপিত হবে কখন?
__ ২০২০ সালে
[44] ” কারাগারের রোজনামচা” গ্রন্থটির রচয়িতা কে?
__ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
[45] “আমার কিছু কথা” গ্রন্থটির রচয়িতা কে?
__ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
[46] “আমি হিমালয় দেখিনি, শেখ মুজিবকে
দেখেছি”- উক্তিটি
কার?
_ কিউবার প্রয়াত প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো’র।
[47] কোন সাময়িকীর প্রবন্ধে বঙ্গবন্ধু শেখ
মুজিবুর
রহমানকে “ফরগটেন হিরো” বলে আখ্যায়িত করা
হয়?
__ফ্রন্টলাইন সাময়িকী; লেখক ডেভিড লুডেন।
[48] হুমায়ুন আহমেদের কোন কোন উপন্যাসে
যুদ্ধ ও
পরবর্তী সময়ে বঙ্গবন্ধুকে চিত্রায়িত করা
হয়েছে?
__ জোছনা ও জননীর গল্প, দেয়াল।
[49] বিশ্ব শান্তি পরিষদ কখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানকে
“জুলি ও কুরি” শান্তি পদকে ভূষিত করে?
-১৯৭৩ সালের ২৩ মে।
[50] ইউনেস্কো কখন বঙ্গবন্ধুর ৭ মার্চের
ভাষনকে “বিশ্ব
প্রামাণ্য ঐতিহ্য” বলে স্বীকৃতি দেয়?
_২০১৭ সালের ৩০ অক্টোবর।
[51] “যতদিন রবে পদ্মা-মেঘনা-গৌরী- যমুনা বহমান,
ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান”__
পঙক্তিমালা
কোন কবির রচনা?
____ কবি অন্নদাশঙ্কর রায়।
[52] বিখ্যাত কবিতা “বঙ্গবন্ধু” এর রচয়িতা কে?
____ পল্লীকবি জসীমউদ্দিন।
[53] “আমি কিংবদন্তির কথা বলছি” কবিতায় কবি আবুজাফর
ওবায়দুল্লাহ
কোন কিংবদন্তী মানুষের কথা বলেছেন?
___ শেখ মুজিবুর রহমান।
[54] “যদি রাত পোহালে শোনা যেতো” __
বঙ্গবন্ধুকে নিয়ে রচিত এই বিখ্যাত গানটির গীতিকার কে?
___ হাসান মতিউর রহমান।
[55] বঙ্গবন্ধু কতবার বাংলাদেশের রাষ্ট্রপতি
হয়েছিলেন?
___ দুই বার। ( প্রধানমন্ত্রী এক বার)
[56] ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায়
বঙ্গবন্ধুকে নিয়ে
নির্মিতব্য চলচ্চিত্রের পরিচালক কে?
___ শ্যাম বেনেগাল
[57] শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন
বিভাগের
ছাত্র ছিলেন?
___ আইন বিভাগ।
[58] আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠাকালে শেখ
মুজিবুর
রহমানকে কোন পদ দেওয়া হয়?
___ যুগ্ম সাধারণ সম্পাদক।
[59] যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রীসভায় বঙ্গবন্ধু
কোন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন?
___ কৃষি, বন, পল্লী উন্নয়ন ও সমবায়
60] স্বাধীনতা অর্জনের পর পাকিস্তানের কারাগার
থেকে
বঙ্গবন্ধু কবে মুক্তি পান?
___ ১৯৭২ সালের ৮ জানুয়ারি।
৬১। “কারাগারের রোজনামচা” বইটির লেখক কে?
– শেখ মুজিবুর রহমান
৬২। “কারাগারের রোজনামচা” বইটি কোথা থেকে প্রকাশিত হয়?
– বাংলা একাডেমি
৬৩। “কারাগারের রোজনামচা” বইটি কার অর্থায়নে প্রকাশিত হয়?
– সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
৬৪। “কারাগারের রোজনামচা” বইটি কোন বাজেটের সাথে জড়িত?
– ২০১৬-২০১৭ অর্থ বছর
৬৫। “কারাগারের রোজনামচা”বইটি কবে প্রকাশিত হয়?
– ফেব্রুয়ারি ২০১৭
৬৬। “কারাগারের রোজনামচা” বইটির গ্রন্থস্বত্ব কার?
– বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট
৬৭।প্রথম মুদ্রণ সংখ্যা কত?
-১০০০০
৬৮। “কারাগারের রোজনামচা” বইটির ISBN কত?
– ISBN 984-07-5643-5
৬৯। ভাষা আন্দোলন কবে শুরু করেন?
-১৯৪৮ সালে।
৭০। ভাষা আন্দোলনের সময় কত তারিখে গ্রেফতার হন?
-১১ মার্চ ১৯৪৮
৭১। ১১ মার্চ ১৯৪৮ সালে গ্রেফতার হয়ে কবে মুক্তি পান?
– ১৫ মার্চ ১৯৪৮
৭২। “ভুখা” মিছিল কবে বের করেন?
– ১৪ অক্টোবর ১৯৪৯
৭৩। “ভুখা” মিছিলের জন্য কতদিন কারাগারে বন্দি থাকতে হয়েছিল?
– প্রায় আড়াই বছর
৭৪। “কারাগারের রোজনামচা” বইয়ের ভূমিকা লেখেন কে?
– শেখ হাসিনা
৭৫। “জেলের ভিতর অনেক ছোট ছোট জেল আছে।” উক্তিটি কার?
– বঙ্গবন্ধু
৭৬। “কারাগারের রোজনামচা” বইয়ে কত প্রকার জেলের কথা বলা আছে?
-৩ প্রকার
৭৭। “কারাগার একটা আলাদা দুনিয়া। এখানে আইনের বইতে যত রকম শাস্তি
আছে সকল রকম শাস্তিপ্রাপ্ত লোকই আছে।” কে বলেছেন?
– বঙ্গবন্ধু
৭৮। “জেলখানায় মানুষ,মানুষ থাকেনা। মেশিন হয়ে যায়।” কে বলেছিলেন?
– বঙ্গবন্ধু
৭৯। কত বছরের উপরে সাজা হলে কেন্দ্রীয় জেলে পাঠিয়ে দেয় বলে বঙ্গবন্ধু
বলেছিলেন?
– ৩ বছর
৮০। জেলে কয়েদিদের কয়বার গুণতি দেয়া হতো?
-৬ বার