বিসিএস

৪৪তম বিসিএসে আবেদনের সময় আজ রাতে শেষ

৪৪তম বিসিএসে আবেদনের সময় আজ রাতে শেষ।৪৪তম বিসিএসে আবেদনের সময় আর বাড়ছে না। বুধবার (২ মার্চ) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত করা যাবে ৪৪তম বিসিএসের আবেদন। এ সময়ের পর আর আবেদন করা যাবে না।বুধবার দুপুরে সরকারী কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহ্‌মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। ৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে।

এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, করে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন।৪৪তম বিসিএসের সম্ভাব্য প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ২৭ মে বলে জানিয়েছে পিএসসি।

তিনি বলেন, ৪৪তম বিসিএসের আবেদনের সময় আর বাড়ানো হবে না। আজই আবেদনের শেষ সময়। নির্ধারিত সময়ের পর আবেদন বন্ধ হয়ে যাবে।২০২১ সালে ৩০ ডিসেম্বর থেকে শুরু হয় ৪৪তম বিসিএসের অনলাইন আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া। শুরুতে এই আবেদনের জন্য শেষ সময় ছিল এ বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত। পরে এ বিসিএস পরীক্ষার জন্য আবেদনের সময় বাড়িয়ে ২ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়।

The application time for the 44th BCS ends tonight. The application time for the 44th BCS is no longer increasing. Applications for the 44th BCS can be made on Wednesday (March 2) till 11:59 pm. No further application can be made after this time. This was confirmed by the Controller of Examinations (Cadre) of the Public Works Commission (PSC) Noor Ahmad on Wednesday afternoon. In the 44th BCS, a total of 1,710 officers will be taken in different cadres.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group