বিসিএস

৪০ তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)

৪০ তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৩ মে (শুক্রবার) সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত ৪০তম বিসিএসের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে। ঢাকায় ১৬৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষায় অংশগ্রহণে প্রার্থীদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম-কমিশন (পিএসসি)। মঙ্গলবার পিএসসি এ নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়েছে, ৪০তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা মোবাইল ফোন, ঘড়ি, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, বই, ক্যালকুলেটর গহনা-অলঙ্কার, ক্রেডিট কার্ড, ব্যাংক কার্ড, মানিব্যাগ এবং সব ধরনের ব্যাগ নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না।

এ ছাড়া পরীক্ষার সময় হাতঘড়ি, পকেটঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি ব্যবহার করা যাবে না। এ ক্ষেত্রে সময় জানার জন্য পরীক্ষার হলে প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ি থাকবে।

পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা মেনে পরীক্ষার হলে প্রবেশ করতে বলা হয়েছে। যদি কেউ আদেশ অমান্য করেন তবে তার বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেয়া হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ভেতরে ও বাইরে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ঢাকার ১৬৫টি পরীক্ষা কেন্দ্রের প্রতিটির জন্য একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ পিএসসি’র কন্ট্রোলরুমে অতিরিক্ত আরও ১০ জন বিসিএস (প্রশাসন) ক্যাডার কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ৪০তম বিসিএসে আবেদন করেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। পিএসসিতে বিপুলসংখ্যক পরীক্ষার্থীর আবেদনের রেকর্ড এটি। গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে।

মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেয়া হবে এ বিসিএসে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে। ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেয়ার কথা রয়েছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group