এসএসসি পরীক্ষার্থীদের দ্বাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট 2022 প্রকাশ. অ্যাসাইনমেন্ট প্রকাশ ১২তম সপ্তাহের এসএসসি পরীক্ষার্থীদের।২০২২ সালে এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম ফের শুরু হয়েছে। এ শিক্ষার্থীদের দ্বাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বিতরণ ও জমা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে সব স্কুলগুলোকে। বুধবার এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।
করোনা মহামারির থাবায় দেড় বছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে শ্রেণি কার্যক্রম বন্ধ ছিল। সে সময় ২০২২ সালে এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়। গত সেপ্টেম্বর মাসে সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম শুরু হয়েছিল। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সরকার সর্বশেষ, ২১ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। তাই, ফের এ কার্যক্রম শুরু হয়েছে।
Assignment publication for twelfth-week SSC candidates. Assignment activities for SSC candidates have resumed in 2022. The twelfth-week assignment of these students has been published by the Department of Secondary and Higher Education. All the schools have been instructed to distribute and submit the assignments to the students in compliance with the hygiene rules. Assignments of SSC candidates were released on Wednesday.