চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে। ইতোমধ্যে পরীক্ষার্থীদের দুই সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। তবে, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রকাশিত তিনটি অ্যাসাইনমেন্টের শিরোনাম সংশোধন করা হয়েছে। প্রকাশিত অ্যাসাইনমেন্টগুলোতে শিরোনাম ছিল না।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে আদেশ জারি করা হয়েছে।
সম্প্রতি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রথম ধাপে দুই সপ্তাহের ২৩টি বিষয়ের অ্যাসাইনমেন্ট প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। প্রকাশিত অ্যাসাইমেন্টগুলোর যেসব বিষয়ের শিরোনাম ছিলনা সেগুলোর তিনটি অ্যাসাইনমেন্ট এনসিটিবি শিরোনামসহ শিক্ষা অধিদপ্তরে পাঠিয়েছে। সে প্রেক্ষিতে তিনটি শিরোনাম সংশোধন করা হয়েছে।
জানা গেছে, ১ নম্বর অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে পদার্থবিজ্ঞান প্রথম পত্র, ২ নম্বর অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে পদার্থবিজ্ঞান ২য় পত্র ও ৩ নম্বর অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে উচ্চতর গণিত ১মপত্র। তিন অ্যাসাইনমেন্টের শিরোনাম সংশোধনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আঞ্চলিক পরিচালকদের বলেছে শিক্ষা অধিদপ্তর।