অ্যাসাইনমেন্ট

এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং প্রশ্ন ও সমাধান উত্তর ২০২৪ পিডিএফ ডাউনলোড

এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং প্রশ্ন ও সমাধান উত্তর ২০২৪ পিডিএফ ডাউনলোড SSC Class 9-10 Finance & Banking Assignment 2023 PDF Download 2023 করুন ডেইলি রেজাল্ট বিডি ওয়েবসাইট থেকে। এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং প্রশ্নের সমাধান আমাদের DailyResultBD.com/bangla ওয়েবসাইট থেকে ফিন্যান্স ও ব্যাংকিং এর প্রশ্ন এবং উত্তর ছবি এবং পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন। আপনাদের সুবিধার্থে আজকে আমাদের DailyResultBD.com ওয়েবসাইট এ এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং উত্তর প্রকাশ করা হলো।

চলতি বছরের এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত এক অফিস আদেশ প্রকাশ করা হয়।

অফিস আদেশে বলা হয়, কোভিড-১৯ অতিমারির কারণে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকে ফিন্যান্স ও ব্যাংকিং অ্যাসাইনমেন্ট ও গ্রিড (ইংরেজি ভার্সন) প্রণয়ন করে। যা প্রথম ধাপে তিন সপ্তাহের জন্য বিতরণ করা হলো।ফিন্যান্স ও ব্যাংকিং ইংরেজি ভার্সন অ্যাসাইনমেন্টের ক্ষেত্রেও অধিদপ্তরের জারি করা নির্দেশনা অনুসরণ করতে হবে।

এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং প্রশ্ন ও সমাধান উত্তর ২০২৪ পিডিএফ ডাউনলোড

সৃজনশীল প্রশ্ন ১ : জনাব রহমত একজন হার্ডওয়্যার ব্যবসায়ী। ব্যবসায় শুরু করার আগেই তিনি নিজস্ব অর্থায়ন থেকে বিভিন্ন যন্ত্রপাতি কেনেন। কারণ ব্যবসায়ে নিজস্ব অর্থায়ন স্থায়ী বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়।

ক. ব্যবসায় অর্থায়ন ?
খ. অর্থায়ন সিদ্ধান্ত কীভাবে হয়ে থাকে?
গ. জনাব রহমত ব্যাংক থেকে কী ধরনের সুবিধা পেতে পারেন বলে তুমি মনে করো? ব্যাখ্যা দাও।
ঘ. “বাকিতে মাল ক্রয় করেও অর্থায়ন করা সম্ভব” – কথাটির যথার্থতা বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ২ : ইমন সিঙ্গাপুরে একটি প্রতিষ্ঠানে কাজ করে। প্রতি মাসে তিনি তার পরিবারের সদস্যদের জন্য টাকা পাঠান। ইমনের মতো অনেক কর্মী নিয়মিত টাকা পাঠানোর মাধ্যমে বাণিজ্য ঘাটতি পূরণ করছে এবং বৈদেশিক মুদ্রার রির্জাভ বৃদ্ধি করে যাচ্ছে।

ক. সরকারি অর্থায়নের প্রধান উদ্দেশ্য কী?
খ. সরকারি অর্থায়ন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো।
গ. ইমনের মতো কর্মীরা কীভাবে বাণিজ্য ঘাটতি পূরণে সহায়তা করেন তা বর্ণনা দাও।
ঘ. দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি করতে করণীয় কী? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৩ : জনাব শিমুল একজন বই বিক্রেতা। তিনি স্কুল কলেজের ছাত্রদের জন্য পাঠ্য বই বিক্রি করেন, পাশাপাশি জনপ্রিয় লেখকদের গল্প, উপন্যাসও বিক্রি করেন। এর সাথে তিনি মনিহারি সামগ্রীও বিক্রি করেন। শুধু পাঠ্যবই বিক্রি করা তিনি ঝুঁকিবহুল মনে করেন। তিনি বিভিন্ন ধরনের বই কেনার জন্য স্বল্পমেয়াদি ঋণ নেন।

ক. PPP কী?
খ. অর্থায়ন প্রক্রিয়া এখন ব্যবসায়ের মূল চালিকাশক্তি ব্যাখ্যা করো।
গ. জনাব শিমুল কোন নীতি অনুযায়ী পাঠ্য বইয়ের পাশাপাশি অন্য বই ও মনিহারি সামগ্রী বিক্রি করেন? ব্যাখ্যা করো।
ঘ. বই কেনার জন্য স্বল্পমেয়াদি ঋণ গ্রহণ করা কোন নীতি অনুযায়ী যৌক্তিক? ব্যাখ্যা করো।

অধ্যায় ৩ : অর্থের সময়মূল্য
সৃজনশীল প্রশ্ন ১ : ঝর্ণা ও নদী দুই বন্ধু মিলে চুক্তিতে ব্যসায় গঠন করেন। তারা নিজস্ব তহবিল ও বহিস্থ তহবিল থেকে টাকা নিয়ে মূলধন সংগ্রহ করেন। কিন্তু প্রথম ও দ্বিতীয় বছর মুনাফা না হওয়ায় ব্যবসায় ক্ষতি হয়। তারা পাওনাদারের দায় পরিশোধে ব্যর্থ হন।

ক. তারল্য ঝুঁকি কী?
খ. ব্যবসায়িক ঝুঁকি, আর্থিক ঝুঁকি থেকে পৃথক কেন?
গ. ঝর্ণা ও নদীর ব্যবসায় প্রতিষ্ঠান কোন ধরনের ঝুঁকির মধ্যে পড়েছে? ব্যাখ্যা করো।
ঘ. ঝর্ণা ও নদী কিভাবে ঝুঁকির মাত্রা কমিয়ে ব্যবসায় করতে পারবেন বলে তোমার মনে হয়? বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ২ : মি. শাহরিয়ার সেজান জুস কোম্পানি নামে একটি প্রকল্পে বিনিয়োগ করেন। বিনিয়োগ থেকে তার গত ৫ বছরের প্রাপ্ত হার যথাক্রমে ১৫, ১০, ৫, ২৩, ২৭ ভাগ। তিনি প্রকল্পটি বাছাইয়ের জন্য আদর্শ বিচ্যুতি নির্ণয় করবেন।

ক. ট্রেজারি বিল কে ইস্যু করে?
খ. ট্রেজারি বিল ও বন্ড থেকে প্রাপ্ত আয়কে ঝুঁকিমুক্ত আয় বলা হয় কেন?
গ. মি. শাহরিয়ার কীভাবে আদর্শ বিচ্যুতি নির্ণয় করবেন?
ঘ. মি. শাহরিয়ারের প্রকল্পটি গ্রহণ করা যুক্তিযুক্ত হবে কিনা মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ৩ : মিসেস কাজল নিজ মালিকানায় বৌরানী বিউটি পার্লার খোলেন। এ প্রতিষ্ঠানে তিনি মূলধন বিনিয়োগ করেছেন। গত ৫ বছরে তার অর্জিত মুনাফার হার ছিল যথাক্রমে ১২%, ১৪%, ৮%, ৭% ও ৬%। তিনি লক্ষ করছেন বিগত ৫ বছরে তার প্রাপ্ত আয়ের মধ্যে বেশ তারতম্য হচ্ছে।

ক. ট্রেজারি বিল কে ইস্যু করে?
খ. ঝুঁকি ব্যবস্থাপনার জন্য ঝুঁকির উৎস খোঁজা জরুরি কেন?
গ. ‘বৌরানী’ বিউটি পার্লারের আদর্শ বিচ্যুতি নির্ণয় করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত বিনিয়োগে যদি আদর্শ-বিচ্যুতি গড় আয়ের চেয়ে বেশি হয় তবে মিসেস কাজলের করণীয় কী হতে পরে বলে তুমি মনে করো? যুক্তি দেখাও।

অধ্যায় ৫ : মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন
সৃজনশীল প্রশ্ন ১ : তানিয়া কটনস মিলস লি.-এর পরিশোধিত মূলধন ৫০০ কোটি টাকা, যার মধ্যে সাধারণ শেয়ার মূলধন ২০০ কোটি, অগ্রাধিকার শেয়ার মূলধন ১০০ কোটি এবং অবশিষ্ট ঋণকৃত মূলধন ঋণের সুদের হার ১০% ও অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের হার ৮%। সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের বাজারমূল্য যথাক্রমে ২৫৫ ও ১১০ টাকা কোম্পানি এ বছর সাধারণ শেয়ার মালিকদের প্রতি শেয়ারে ১৩ টাকা লভ্যাংশ প্রদান করে এবং তা প্রতিবছর ৪% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয় এবং করহার।

ক. ঋণ মূলধনের প্রধান উৎস কোনটি?
খ. কাম্য ঋণনীতি বলতে কী বোঝ?
গ. উক্ত কোম্পানির সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করো।
ঘ. উক্ত কোম্পানির গড় মূলধন ব্যয় নির্ণয় করো।

সৃজনশীল প্রশ্ন ২ : আল আমিন কোম্পানির মোট মূলধন ৫০ লক্ষ টাকা যার ৩০ লক্ষ টাকা সাধারণ শেয়ার ১০ লক্ষ টাকা ১৫% অগ্রাধিকার শেয়ার এবং ১০ লক্ষ টাকা ঋণ মূলধন কোম্পানির উভয় প্রকার শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা। কোম্পানির সাধারণ শেয়ারের বাজার মূল্য ১৫০ টাকা। কোম্পানির ঝণের ব্যয় ১৬% এবং কর হার ৪০%। চলতি বহর কোম্পানি ১৪% লভ্যাংশ ঘোষণা করে যা ৭% হারে বৃদ্ধি পাবে।

ক. মূলধন ব্যয় কাকে বলে?
খ. বোনাস শেয়ার বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. আল আমিন কোম্পানির সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করো।
ঘ. আল আমিন কোম্পানির সামগ্রিক মূলধন ব্যয় নির্ণয় করো।

সৃজনশীল প্রশ্ন ৩ : একটি কোম্পানির ঋণকৃত মূলধন ৪,০০,০০০ টাকা এবং সাধারণ শেয়ার মূলধন ৬,০০,০০০ টাকা ঋণকৃত মূলধনের সুদের হার ১৫% এবং করহার ৩০%। সাধারণ শেয়ারের বাজার দর ১৫০ টাকা। কোম্পানি এ বছর সাধারণ শেয়ার মালিকদের প্রতি শেয়ারে ১৫ টাকা লভ্যাংশ প্রদান করেছে এবং অতীতে কোম্পানি কর্তৃক পদ লভ্যাংশ ৭% হারে বৃদ্ধি পেয়েছে।

ক. কাম্য ঋণনীতি কী?
খ. সাধারণ শেয়ার মূলধনের ব্যয় নির্ধারণ অন্যান্য উৎসের বায় নির্ধারণ থেকে আলাদা কেন? ব্যাখা করো।
গ. কোম্পানিটির সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করো।
ঘ. কোম্পানিটির গড় মূলধন ব্যয় নিরূপণ করো।

অধ্যায় ৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন
সৃজনশীল প্রশ্ন ১ : জনাব আতিক ঢাকার একজন ব্যবসায়ী। ‘সানলাইট ব্যাংক’ এ তার একটি হিসাব রয়েছে। তিনি একবার বেড়াতে রাজশাহী যান। সেখানে তিনি বেশ সস্তায় ব্যবসায়িক পণ্য পান। ঐ ব্যাংকের কল্যাণে তিনি তা সময়মতো কিনতে সমর্থ হন। বাংলাদেশের প্রতিটি জেলায় তাদের একই নামে অফিস রয়েছে। অন্যদিকে আশালয় ব্যাংক কতগুলো ছোট ছোট ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে বৃহৎ আকারে ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলেছে। আশালয় ব্যাংক মনে করে এ ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে অধিক গ্রাহকসেবা দিয়ে বেশি মুনাফা অর্জন করা সম্ভব।

ক. ব্যাংকের সংরক্ষিত তহবিল কী?
খ. ব্যাংক মূলধন গঠনের কারখানা- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত ‘সানলাইট ব্যাংক’-এর ধরন ব্যাখ্যা করো।
ঘ. আশালয় ব্যাংক কী অধিক গ্রাহকসেবা দিয়ে বেশি মুনাফা অর্জন করতে পারবে? উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।

প্রথমে এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং এর ক টাইপের কিছু প্রশ্ন দেখে নিন।

আয় সিদ্ধান্তের অপর নাম কী?
গড় মুনাফার হার নির্ণয়ের সূত্রটি লিখ।
লভ্যাংশ প্রদান অনুপাত নীতি কী?
কাম্য ঋণ নীতি কী?
নগদ আন্তঃপ্রবাহের সঠিক প্রাক্কলন কিসের ওপর নির্ভর করে?
সকল ধরনের প্রতিষ্ঠানেই অর্থায়নের সাধারণ বৈশিষ্ট্য কি?
সিিত তহবিল কাকে বলে?
বাট্টাকরণ প্রক্রিয়া কাকে বলে?
ব্যয় সিদ্ধান্তের অপর নাম । কী?
অভ্যন্তরীণ তহাবল কী?
m দ্বারা কী বোঝায়?
কোন ধরনের কোম্পানির অর্থায়ন প্রক্রিয়া ভিন্ন ধরনের?
চক্রবৃদ্ধি সুদ কী?
আদর্শ বিচূতি কোন ধরনের পদ্ধতি?
পিপিপি কী?
স্বল্পমেয়াদি অর্থায়ন কী?
বাট্টাকরণ কী?
ডিবেঞ্চার কী?
পে-ব্যাক সময় পদ্ধতি কী?
ডিপোজিট পেনশন স্কিম হিসাব কী?

এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান উত্তর ২০২১ পিডিএফ ডাউনলোড


SSC Class Nine-Ten Assignment 2023 PDF Download 2023 ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের পুনর্বিন্যাস করা ফিন্যান্স ও ব্যাংকিং অ্যাসাইনমেন্ট ও গ্রিড (ইংরেজি ভার্সন) সকল শিক্ষার্থীদের প্রদান ও গ্রহণের ক্ষেত্রে সরকারি নির্দেশনা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও এ চিঠিতে অনুরোধ করা হয়েছে।

২০২১ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচির (সিলেবাস) ভিত্তিতে যথাক্রমে ৬০ দিন এবং ৮৪ দিন শ্রেণি কার্যক্রম শেষ করে পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু করোনার বর্তমান মহামারির বিবেচনায় গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে শিক্ষার্থীদের। এর মধ্যে এসএসসি ও সমমানের অ্যাসাইনমেন্ট ১৮ জুলাই থেকে দেওয়া শুরু হবে। ১২টি সপ্তাহে মোট ২৪টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তিনটি নৈর্বাচনিক বা নৈর্ব্যক্তিক বিষয়ে প্রতি সপ্তাহে দুটি করে মোট ২৪টি অ্যাসাইনমেন্ট জমা দেবে শিক্ষার্থীরা। প্রতিটি নৈর্বাচনিক বিষয়ে মোট আটটি করে অ্যাসাইনমেন্ট করতে হবে। এর মাধ্যমে সংক্ষিপ্ত পাঠ্যসূচি সম্পন্ন করো হবে।

এ ছাড়া এইচএসসি ও সমমানের অ্যাসাইনমেন্ট স্তরের শিক্ষার্থীদের ১৫ সপ্তাহে মোট ৩০টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তাদেরও গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে মোট ছয়টি পত্রে (প্রথম পত্র ও দ্বিতীয় পত্র) এই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। প্রতি পত্রে পাঁচটি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তাদেরও সপ্তাহে দুটি করে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এভাবে তাদেরও সংক্ষিপ্ত সিলেবাস সম্পন্ন করা হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group