গুচ্ছ ‘ক’ ইউনিট রেজাল্ট ২০২৩। গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) এই ফল প্রকাশিত হয়।
এদিন বিকালে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহবায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার এ তথ্য নিশ্চিত করেছেন। গুচ্ছের https://gstadmission.ac.bd/login-id ওয়েবসাইট থেকে এই ফল দেখতে পারবেন শিক্ষার্থীরা।
জিএসটি সি ইউনিট প্রশ্ন সমাধান 2023। ৩ জুন ২০২৩, বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি ব্যবস্থা জিএসটি এ ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২.০০ টায় শুরু হবে। সুতরাং, আজ এই পোস্টের মাধ্যমে, আমরা আপনাকে জিএসটি এ, বি সি ইউনিট প্রশ্নের সমাধান সরবরাহ করতে যাচ্ছি। বিজ্ঞান গ্রুপ বিষয়ের জন্য ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষা শেষ করার পরে, বেশিরভাগ শিক্ষার্থী তার সরবরাহ উত্তরের সাথে তুলনা করার জন্য সমাধান খুঁজছেন।
আমরা প্রতিটি বিভাগের অভিজ্ঞ শিক্ষক এবং শিক্ষার্থীদের কাছ থেকে সমাধান করে এ ইউনিটের (বিজ্ঞান গ্রুপ) জিএসটি ভর্তি প্রশ্ন সমাধান 2023 নিয়ে এসেছি। সুতরাং, আপনি আপনার ভর্তি পরীক্ষায় কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তা জানতে আপনি আপনার প্রশ্নের সমাধানটি পরীক্ষা করতে পারেন। প্রশ্ন সমাধান দেখে আপনি আপনার জিএসটি ভর্তি পরীক্ষায় সুযোগ পাওয়ার সম্ভাবনাগুলিও বুঝতে পারেন।
গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ ( এ ইউনিট)


প্রসঙ্গত, গত শনিবার (৩০ জুলাই) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত সারাদেশের ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে গুচ্ছের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘ক’ ইউনিটের পরীক্ষায় রাজধানীর ৯টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৪ হাজারের বেশি।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুখবর পেতে যাচ্ছে।গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে এখনও ভর্তি কার্যক্রম শেষ হয়নি। যেখানে অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম বর্ষের পুরোদমে ক্লাস চলছে। এছাড়া ২০২১-২০২২ সালের ভর্তি পরীক্ষাও সন্নিকটে। এদিকে শুরু থেকেই শিক্ষার্থী সংকটে ভুগছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো। কোনো কোনো বিশ্ববিদ্যালয় ১০/১১ বারও মেধাতালিকা দিয়ে তাদের আসনগুলো পূরণ করতে পারে নি।
শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে একমত পোষণ করে গুচ্ছের ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। খুব শীঘ্রই গুচ্ছ কমিটির সভায় এটি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।এ বিষয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, গুচ্ছের ভর্তি পরীক্ষা অবশ্যই সংক্ষিপ্ত সিলেবাসে হবে।অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, শিক্ষার্থীদের আরেকবার ভর্তি পরীক্ষার সুযোগ দেয়ার পক্ষে আমি। তবে বয়স বিবেচনায় সেটি তিনবার বা চারবার করার পক্ষে নই। একই মত দিয়েছেন অধ্যাপক ড. ফরহাদ হোসেনও। তারা বলেন।
বেশিরভাগ উপাচার্যই মনে করেন এই সুযোগ থাকা উচিত। আশা করি শিক্ষার্থীরা সেই সুযোগ পাবে।এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়র উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, গতবারই এটা আমার প্রস্তাব ছিলো। ভর্তি পরীক্ষা যেহেতু একসাথে নিয়েছি তাহলে ভর্তিটাও কেন্দ্রীয়ভাবে সমন্বয় করলে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থী সংকটে পড়তো না। শিক্ষার্থীদেরও ভোগান্তিতে পড়তে হতো না। এবার আশা করি এ বিষয়ে একটা ভালো সিদ্ধান্ত নেয়া হবে।
Students of the clustered universities are going to get good news. The admission process in the clustered universities is yet to be completed. In other universities, classes for the first year are going on in full swing. Apart from this, the admission test for 2021-2022 is also near. Since the beginning, the universities have been suffering from a student crisis. Some universities have not been able to fill their seats even 10/11 times with the merit list.