জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার ভর্তি জিপিএ এর ভিত্তিতে

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার ভর্তি জিপিএ এর ভিত্তিতে।এবারও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের প্রাপ্ত জিপিএ এর ভিত্তিতেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতকে শিক্ষার্থী ভর্তি হতে পারে। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের অভ্যন্তরীণ আলোচনা চলছে।করোনা পরিস্থিতিতে পরীক্ষা সংশ্লিষ্ট বেশিরভাগই এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে ভর্তি নেওয়ার কথা জানিয়েছেন। তবে কেউ কেউ আবার বেশি জিপিএ এর ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির পক্ষে মত দিয়েছেন। তাই শিগগিরই ভর্তি কমিটির সঙ্গে আলোচনা শেষে ভর্তির পদ্ধতি ও আবেদনের সময়সীমা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান।

গত ৬ বছর ধরে এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। ২০১৫-১৬ সালে থেকে এ প্রক্রিয়া চালু হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে। এর আগে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানোর ব্যবস্থা ছিল।জানতে চাইলে রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান বলেন,

অনেক রকম আলোচনাই আছে। তবে হুট করে বড় পরিবর্তনের দিকে যাওয়ার মধ্যে ঝুঁকি আছে। আগে যেই নিয়মে শিক্ষার্থী ভর্তি করানো হতো, এবারও সেভাবেই করার চিন্তা আমাদের আছে। তবে কেউ কেউ এ পদ্ধতিতে ভর্তির ক্ষেত্রে জিপিএ বেশি চাওয়ার পক্ষে। তাদের মতে, এর মাধ্যমে মানসম্মত শিক্ষার্থী ভর্তি হবে। আমরা তাই সব বিষয় নিয়ে ভর্তি কমিটির সঙ্গে মিটিং করব। এরপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাব।

Admission to the National University is now on the basis of GPA. This time also, students can be admitted to graduation under the National University on the basis of the GPA obtained in secondary and higher secondary. The matter is being discussed internally by the authorities. Most of those concerned with the exam in the corona situation have reported taking admission on the basis of SSC and HSC results. But some have again voted in favor of admitting students on the basis of higher GPA. Therefore, after discussion with the admission committee, the admission procedure and the application deadline will be finalized soon, said Prof. Dr. Mashiur Rahman, Vice-Chancellor of the National University.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group