বিশ্ববিদ্যালয় ভর্তিভর্তি তথ্য

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি শুরু

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ সালের জিএসটি গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের ৬টি ইউনিটে (FA, FSE, FBA, FSS, FFA এবং FL) ভর্তি কার্যক্রম শুরু হয়।

তবে FA2 উপ-ইউনিটের অধীন সংগীত বিভাগ ও থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ এবং FFA ইউনিটের অধীন চারুকলা বিভাগে ১৯ জানুয়ারি পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। এছাড়াও অনুষদগুলোতে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি করা হবে ২০ জানুয়ারি। FA1, FBA, FSS ও FL ইউনিটের জন্য সর্বমোট ভর্তি ফি ১৫২৯০ টাকা এবং FA2, FSE ও FFA ইউনিটের জন্য সর্বমোট ভর্তি ফি ১৫৫৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Admission to the first merit list of students who passed the admission test for the GST cluster system 2020-2021 has started at National Poet Kazi Nazrul Islam University. Admission swelled to 6 units of the university (FA, FSE, FBA, FSS, FFA, and FL) from 10 am on Monday (January 17). However, admission proceedings will continue till January 19 in the music department and theatre and performance studies department under FA2 sub-unit and fine arts department under FFA unit. The faculty will also be admitted from the waiting list on January 20. The total admission fee for FA1, FBA, FSS, and FL units has been fixed at Rs 15290 and for FA2, FSE, and FFA units is Rs 15540.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group