বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে ১০২৮টি আসন ফাঁকা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষে মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম প্রক্রিয়া আজ সোমবার সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রদত্ত তথ্য অনুযায়ী মেধাতালিকায় মোট ১৩৮৮ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয় যাদের মধ্য থেকে ভর্তি হয়েছেন ৩৬০ জন এবং আসন ফাঁকা রয়েছে ১০২৮টি।

এর আগে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২০-২১ সালে স্নাতক প্রথম বর্ষে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার টাকা এবং মেধাতালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আসন শূন্য থাকা সাপেক্ষে অপেক্ষমান শিক্ষার্থীদের তালিকা আগামী ১৯ জানুয়ারি প্রকাশিত হবে। পরবর্তীতে আগামী ২৩ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এসকল শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে এনং আসন শূন্য থাকা সাপেক্ষে পরবর্তীতে আবারও অপেক্ষমান শিক্ষার্থীদের তালিকা প্রকাশিত হবে।

এছাড়া, মুক্তিযোদ্ধা, ওয়ার্ড, প্রতিবন্ধি ও উপজাতি কোটায় চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ২৫ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং আগামী ২৬ জানুয়ারি সকল কোটাধারীদের ভর্তি কার্যক্রম শুরু হবে।

Bangabandhu Sheikh Mujibur Rahman University of Science and Technology (BASHEMURBIPRABI) has completed the admission process of the students who got placed on the merit list in the first year of graduation on Monday. According to the information provided by the public relations department of the university, a total of 138 students were published in the merit list out of which 360 were admitted and 1026 seats were vacant. Earlier, the university said in a statement that the admission fee for the first year of graduation in 2020-21 has been fixed at Tk 14,000 and the list of waiting students will be published on January 19. The interviews of these students will be held on January 23 from 9 am to 5 pm and the waiting list will be published again subject to the vacancies. In addition, interviews of freedom fighters, ward, disabled and tribal quota students will be held on January 25 from 9 am to 5 pm and the admission process for all quota holders will start on January 26.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group