বিশ্ববিদ্যালয় ভর্তিরেজাল্ট

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ ২০২২

গত ৯ ও ১১ জানুয়ারি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২০-২১ সালের স্নাতক প্রথম বর্ষের ভর্তির প্রথম মেধাতালিকার সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এতে তিন ইউনিটে ১ হাজার ৩৯৫টি আসনে বিষয় বরাদ্দ পাওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে মাত্র ২৫৪ জন ভর্তি হয়েছেন।

জানা গেছে, বিজ্ঞানও ইঞ্জিনিয়ারিং অনুষদ ভিত্তিক ‘এ’ ইউনিটে ৭০৭টি আসনের মধ্যে ৯২ জন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভিত্তিক ‘বি’ ইউনিটে ৩৬২টি আসনের মধ্যে ১০৮ জন ও ব্যবসা প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৩২৬ টি আসনের মধ্যে ৫৪ জন ভর্তি হয়েছেন। যা মোট আসনের ১৮.২০ শতাংশ। ফলে বাকি ৮১.৮০ শতাংশ শিক্ষার্থীর অনুপস্থিতিতেই প্রথম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষ হয়।

বেরোবির ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও সাইবার সেন্টারের পরিচালক ড. মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, আসন সংখ্যা ফাঁকা থাকা সাপেক্ষে গতকাল মঙ্গলবার (১১ জানুয়ারি) রাতে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়।

আগামী ১৬ এবং ১৭ জানুয়ারি দ্বিতীয় মেধাতালিকা থেকে বরাদ্দকৃতদের ভর্তি করা হবে। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তির জন্য বিভাগ ভিত্তিক দ্বিতী তালিকা প্রকাশ করা হয়েছে। ফলাফল জানা যাবে বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে (http://admission.brur.ac.bd/)। প্রথম মেধাতালিকা হতে ভর্তিকৃত শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী অটো-মাইগ্রেশন প্রক্রিয়া শেষে মেধাক্রম ও পছন্দক্রম অনুযায়ী বিভাগ সমূহের অবশিষ্ট শূন্য আসনের বিপরীতে বিষয় বরাদ্দ করে দ্বিতীয় তালিকা প্রকাশ করা হয়েছে।

জানা যায়, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার পর আবেদনের ভিত্তিতে ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটে মেধাতালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.brur.ac.bd/notice) পাওয়া যাবে।

On January 9 and 11, the first merit list interview for the first year of graduation of 2020-21 was held at Begum Rokeya University (Berobi). Out of the 1,395 seats allotted in the three units, only 254 students have been admitted.Begum Rokeya University publishes second merit list.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group