বিশ্ববিদ্যালয় ভর্তিভর্তি রেজাল্ট

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফল ৩ জানুয়ারি

ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করা শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল সোমবার (৩ জানুয়ারি) প্রকাশ করা হবে। রোববার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সোমবার বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুম থেকে এ ফল প্রকাশ করা হবে। প্রফেসর ড. সৌমিত্র শেখর আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন।

The results of the admission test for students applying for admission in the 2020-2021 academic year undergraduate (honors) class at the National Poet Kazi Nazrul Islam University in Mymensingh Trishal will be released on Monday (January 3). The matter has been informed in a press release sent by the university administration on Sunday night. The university administration said the results would be released from the university’s conference room at 5 pm on Monday. Professor Dr. Soumitra Shekhar will officially announce the results.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group