এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফলে এগিয়ে মেয়েরা।২০২১-২২ সালের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। জাতীয় মেধার ভিত্তিতে মোট ৭৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছেন। যা মোট পরীক্ষার্থীর ৫৫ দশমিক ১৩ শতাংশ। মঙ্গলবার এ ফল প্রকাশ করা হয়। এর আগে শুক্রবার (১ এপ্রিল) সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে সকাল ১০টা থেকে ১১টা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন।
এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১ লাখ ৩৯ হাজার ৭৪০ জন ভর্তিচ্ছু অংশ নিয়েছেন। অনুপস্থিত ছিলেন ৪১৭৫ জন শিক্ষার্থী। পরীক্ষায় অনুপস্থিতির হার ২ দশমিক ৯ শতাংশ। এবার ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেওয়া হয়। জাতীয় মেধাতালিকার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের কাছে এসএমএসের মাধ্যমে ফল পৌঁছে যাচ্ছে। এছাড়া স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। এমবিবিএস পরীক্ষায় পাস নম্বর ৪০।
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পর তা অধিদপ্তরের সংশ্লিষ্ট ওয়েবসাইটে (https://result.dghs.gov.bd/mbbs/) ফল প্রত্যাশী পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল দেখতে পারবেন। এছাড়া যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, তাদের মুঠোফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া প্রকাশিত ফল যেকোনো মুহূর্তে রেজাল্ট অধিদপ্তরের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। মোট পাশকৃত পরীক্ষার্থীর সংখ্যা ৭৯ হাজার ৩৩৭ জন। নির্বাচিতদের মধ্যে মহিলা: পুরুষ অনুপাত ৫৬.০৯:৪৩.৯১ (মহিলা ৪৪৫০৪ জন, পুরুষ ৩৪৮৩৩ জন) জন ভর্তিচ্ছু। এই ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম হয়েছেন সুমাইয়া মোসলেম মীম। তিনি খুলনা মেডিকেল কলেজে পরীক্ষা দিয়েছেন।
Girls are ahead in the results of the MBBS admission test. The results of the MBBS admission test for 2021-22 have been published. A total of 69,338 students have passed on the basis of national merit. Which is 55.13 percent of the total candidates. The results were released on Tuesday. Earlier on Friday (April 1), admission tests were held simultaneously at 56 venues in 19 centers across the country from 10 am to 11 am. 1 lakh 43 thousand 915 people applied for the admission test.