ভর্তি তথ্যশিক্ষা খবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২- ২৩ সালে থেকে চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২- ২৩ সালে থেকে চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা হবে।জাতীয় চাহিদা বিবেচনায় নিয়ে একটি নীতিমালার আলোকে ঢাবিতে প্রফেশনাল/এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রাম চালুর অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে পিএইচডি/সমতুল্য ডিগ্রি থাকার বাধ্যবাধকতা আগামী ২০২৩ সালের ১ জুলাই থেকে কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। শিক্ষার্থীদের আবাসিক সুযোগ-সুবিধা, কর্পোরেট শিষ্টাচার, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলাবোধ, সৃজনশীল মননশীলতার বিকাশ প্রভৃতি উন্নয়নের জন্য আবাসিক হল/হোস্টেলের সার্বিক ব্যবস্থাপনায় প্রশাসনের দায়-দায়িত্ব ও কর্তব্য এবং বিভিন্ন কর্মকৌশল বাস্তবায়ন বিষয়ে প্রভোস্ট কমিটি প্রণীত নীতিমালা সভায় আলোচনা করা হয়।

আগামী ২০২২-২৩ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চারটি পুনর্গঠিত ইউনিটের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। রোববার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এই অনুমোদন দেওয়া হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।পুনর্গঠিত ইউনিটগুলো হলো- কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা ইউনিট। তবে ২০২১-২২ সালে পূর্বের ন্যায় ‘ক,খ, গ, ঘ এবং চ’ এই পাঁচটি ইউনিটেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Dhaka University will conduct admission tests in four units from 2022-23. Considering the national demand, in the light of a policy, approval has been given to launch the Professional / Executive Masters program in DU. In addition, it was decided to implement the obligation of having a Ph.D. / equivalent degree in the appointment and promotion of associate professors and professors from July 1, 2023. The responsibilities and duties of the administration in the overall management of the dormitory hall/hostel for the development of student accommodation facilities, corporate etiquette, human values, discipline, development of creative mindset, etc.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group