ভর্তি তথ্যশিক্ষা নিউজ

একাদশে চতুর্থ ধাপে ভর্তি ৭ মার্চের মধ্যে নিশ্চায়ন করতে হবে

একাদশে চতুর্থ ধাপে ভর্তি ৭ মার্চের মধ্যে নিশ্চায়ন করতে হবে।বিভিন্ন কলেজ ও মাদরাসায় একাদশ শ্রেণিতে ভর্তির জন্য চতুর্থ ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি আগামীকাল সোমবারের (৭ মার্চ) মধ্যে নিশ্চায়ন করতে হবে। ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে কলেজের ইআইআইএন দিয়ে লগইন করে শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন করতে হবে। সোমবার বিকেল ৫টা পর্যন্ত ভর্তি নিশ্চায়নের সুযোগ পাবে কলেজগুলো।বোর্ড আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কলেজ ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিশ্চায়ন করতে ব্যর্থ হলে পরে রেজিস্ট্রেশন বা অন্য কোনো জটিলতার সৃষ্টি হলে বোর্ড দায়ী থাকবে না।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।একইসঙ্গে ভর্তি নিশ্চায়নের ম্যানুয়াল বা নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।২০২১-২২ সালে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে চতুর্থ পর্যায়ে সিলেকশন পাওয়া শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজ থেকে নিশ্চায়ন ৭ মার্চ বিকেল ৫টারমধ্যে ভর্তিরওয়েবসাইটের(www.xiclassadmission.gov.bd) কলেজ প্যানেলে কলেজের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইনি করে ম্যানুয়াল অনুযায়ী সম্পন্ন করার জন্য নির্দেশনা দেয়া হলো।

Admissions in the fourth phase in the 11th will have to be confirmed by March 7. The admission of the students selected in the fourth phase for admission to class XI in various colleges and madrasas will have to be confirmed by tomorrow (March 7) by Monday (March 7). Students will have to confirm their admission by logging in with the college’s EIN on the central website of the admission. The colleges will have the opportunity to confirm admissions till 5 pm on Monday. The board also said that the board will not be responsible if the college fails to confirm the students admitted within the stipulated time if there is a subsequent registration or any other complication.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group