ভর্তি তথ্যশিক্ষা নিউজ

একাদশে ভর্তি ট্রান্সক্রিপ্টের অনলাইন কপিতেই

একাদশে ভর্তি ট্রান্সক্রিপ্টের অনলাইন কপিতেই।১৯ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন শিক্ষার্থীদের ভর্তি চলবে। এর আগে ১৮ ফেব্রুয়ারি দুপুরে একাদশ শ্রেণিতে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটের (www.xiclassadmission.gov.bd) প্যানেলে কলেজের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ডাউনলোড করতে হবে কলেজগুলোকে। অনলাইনে দেয়া তালিকা অনুসারে কলেজগুলোকে শিক্ষার্থী ভর্তি করতে হবে। তালিকার বাইরে থাকা কোনো শিক্ষার্থী ভর্তি করা যাবে না।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন কলেজ ও মাদরাসায় একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু হচ্ছে। শিক্ষার্থীর মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা না নিয়ে একাডেমিক ট্রান্সক্রিপ্টের অনলাইন কপি জমা নিয়েই শিক্ষার্থীদের ভর্তি করাতে কলেজগুলোকে বলেছে ঢাকা বোর্ড। তবে, এ ক্ষেত্রে কলেজগুলো শিক্ষার্থীদের মূল অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড জমা রাখতে পারবে।
মঙ্গলবার ঢাকা বোর্ড থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

কলেজের ভর্তির সময় শিক্ষার্থীর এসএসসি পাসের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা না নিয়ে একাডেমিক ট্রান্সক্রিপ্টের অনলাইন কপি জমা নিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য বলা হলো। প্রয়োজনে শিক্ষার্থীর এসএসসির মূল অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড জমা নেয়া যাবে, তবে, শিক্ষার্থীর পরবর্তীতে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দিলে মূল অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড ফেরত দেয়া হবে।
বোর্ড আরও জানিয়েছে, রেজিস্ট্রেশন বা অন্যকোনো জটিলতার জন্য বোর্ড দায়ী থাকবে না।

In the online copy of the transcript filled in on the 11th. The admission of new students will continue from February 19 to February 24. Earlier, on February 18 afternoon, the colleges will have to download the list of selected students by logging in with the EIN and password of the college on the panel of the central website (www.xiclassadmission.gov.bd) for admission to class XI. According to the online list, colleges will have to admit students. No students outside the list can be admitted.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group