বিশ্ববিদ্যালয় ভর্তিভর্তি তথ্য

সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি শেষে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা হবে

সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি শেষে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা হবে।দেশের ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সালের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করতে পারেনি আয়োজক কমিটি। সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হওয়ার পর নিজেদের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করতে চায় কর্তৃপক্ষ। কৃষি গুচ্ছভুক্ত কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে কথা বলে জানা গেছে, ২০২০-২১ সালের ভর্তি কার্যক্রম দ্রুত শেষ করার পরও গত জানুয়ারি মাসে প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে।

দেশের ৮টি কৃষি বিশ্ববিদ্যালেয়ের ভর্তি বিজ্ঞপ্তি আগামী জুন মাসে প্রকাশ করা হবে। আগামী ২৪ সেপ্টেম্বর কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আয়োজনের সার্বিক প্রস্তুতি চলছে। এবার কোন বিশ্ববিদ্যালয়ে কত আসন সেটি জানতে বিশ্ববিদ্যালয়গুলোকে চিঠি দেওয়া হয়েছে। চিঠির জবাব পাওয়ার পর আগামী জুন মাসে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

চলতি শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছে আরও একটি বিশ্ববিদ্যালয় যুক্ত হয়েছে। নতুনভাবে যুক্ত হওয়া এই বিশ্ববিদ্যালয়টি হচ্ছে ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়’। বিশ্ববিদ্যালয়ে তিনটি অনুষদের অধীনে ৩০ জন করে মোট ৯০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়া কৃষি গুচ্ছের অবশিষ্ট সাতটি বিশ্ববিদ্যালয় হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয় ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়।

ভর্তি পরীক্ষা যখনই নেয়া হোক না কেন নতুন বছরের শুরু ছাড়া ক্লাস শুরু করা সম্ভব হয় না। এই অবস্থায় এবার দেরিতেই ভর্তি পরীক্ষা আয়োজন করতে চান তারা। কৃষি গুচ্ছের আহবায়ক ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শহীদুর রশীদ ভুঁইয়া বলেন, আমরা এবার একটু দেরিতে ভর্তি পরীক্ষা আয়োজন করতে চাই। আগে পরীক্ষা হলে শিক্ষার্থীরা ভর্তি হয়ে বসে থাকে। আমরা সেটা চাচ্ছি না। আমরা চাচ্ছি শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা শেষে ভর্তি হয়েই যেন ক্লাস করতে পারে। সেজন্য এবার দেরিতে ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে।

After the admission of all the universities, the admission test for the agricultural group will be held. The authorities want to announce the date of the admission test of all the universities after the final date of the admission test. Speaking to the vice-chancellors of some of the agricultural universities, it was learned that the first-year classes started in January, despite the rapid completion of the admission process for 2020-21.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group