বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আজ জানা যাবে ভর্তি পরীক্ষার তারিখ।ভর্তি পরীক্ষার জন্য আমরা প্রাথমিকভাবে একটা তারিখ ঠিক করেছি। এটি একাডেমিক কাউন্সিলের সভায় চূড়ান্ত করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে সবাইকে জানিয়ে দেয়া হবে। ভর্তি পরীক্ষার তারিখসহ আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করতে আজ দুপুর দুইটায় একাডেমিক কাউন্সিলের একটি সভা হবে। সভায় সার্বিক দিক বিবেচনা করে ভর্তি পরীক্ষার যাবতীয় বিষয় নির্ধারণ করা হবে। তিনি আরও জানান, সভায় একাডেমিক কাউন্সিলের সদস্য ও ভর্তি পরীক্ষার কোর কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২১-২২ সালের স্নাতক ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ আজ বুধবার (৬ এপ্রিল) জানা যাবে। এদিন দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা রয়েছে। সেখানে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে। ৪ এপ্রিল (সোমবার) ভর্তি পরীক্ষার আয়োজক কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রাথমিকভাবে ভর্তি পরীক্ষার একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। আজকের বৈঠকে সেই তারিখটি চূড়ান্ত করা হবে। এর আগে গত রবিবার ভর্তি পরীক্ষা নিয়ে কোর কমিটির একটি সভা হয়েছে।
The date of admission test to the Bangladesh University of Engineering will be known today. We have fixed a date for the admission test initially. It will be finalized at the Academic Council meeting. Then everyone will be officially informed. A meeting of the Academic Council will be held at 2 pm today to discuss some more issues including the date of the admission test. All the issues of the admission test will be decided in the meeting considering the overall aspect. He added that members of the Academic Council and members of the Admission Test Core Committee will be present at the meeting.