ভর্তি তথ্যশিক্ষা খবর

মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী।মেডিক্যাল (এমবিবিএস) ভর্তি পরীক্ষার ফলাফল দ্রুত সময়ে মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার (১ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল ভর্তি পরীক্ষার কেন্দ্র কলা ভবন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। আমরা আজকে এমবিবিএস ভর্তি পরীক্ষার কেন্দ্র দেখতে এলাম। সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা শুরু হয়েছে। মোট কেন্দ্র ১৯টি, ৫৭ টি ভেন্যু রয়েছে, সর্বমোট হল ১ হাজার ৭৯২।

আমরা পরীক্ষা নিয়ে খুবেই সতর্ক রয়েছি। যেসব গাড়িতে প্রশ্ন নেওয়া হয় সেব গাড়িও আমরা ট্র্যাকিং করছি। কোথায় থামছে সেটাও দেখি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. একে এম আহসান হাবিব, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ এইচএম এনায়েত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মমতাজউদ্দিন ও প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী।

দেশে বেসরকারি ৭২টি এবং সরকারি ৩৭টি মেডিকেল কলেজ আছে। সরকারি-বেসরকারি মিলে মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা ১০ হাজার ৮৩৯টি। এরইমধ্যে এসব আসনের বিপরীতে শুরু হয়েছে ভর্তি পরীক্ষা। এজন্য মোট কেন্দ্র আছে ১৯টি। ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী এবার মেডিক্যাল ভর্তি পরীক্ষা দিচ্ছে। যা বিগত বছরগুলোর তুলনায় সবচেয়ে বেশি। সারাদেশে মোট ভেন্যু ৫৭টি, মোট হলের সংখ্যা এক হাজার ৭৯২টি।

Medical admission test results to be released soon: Health Minister Zahid Malek has said that the results of the medical (MBBS) admission test will be released soon. He made the remarks while inspecting the Medical Admission Test Center Kala Bhaban at Dhaka University on Friday (April 1) morning. We came to see the MBBS Admission Test Center today. The test has started smoothly and beautifully. There are 19 centers and 56 venues, with a total of 1,792.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group