সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০ হাজার নতুন শিক্ষক নিয়োগ দেয়া হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী। শনিবার সকালে কুড়িগ্রামের রৌমারী উপজেলার খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন ও পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০ হাজার নতুন শিক্ষক নিয়োগ দেয়া হবে। নিয়োগ সংক্রান্ত ব্যাপারে আগামীকাল রোববার মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ মিটিং করা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, মায়েরা বাচ্চাদের প্রথম শিক্ষক। বিদ্যালয়ের পাশাপাশি বাচ্চাদের পড়াশোনার বিষয়ে খোঁজখবর অভিভাবকদের নিতে হবে। চরের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। এ অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। ঢাকা যেতে এখন সাড়ে চার ঘন্টা লাগে। সব সমস্যার সমাধান দ্বিতীয় ব্রহ্মপুত্র (নামকরণ বঙ্গবন্ধু) সেতু। বাংলাদেশে প্রথম ঢাকা টু রৌমারী ইলেকট্রেনিক ট্রেন চালু করা হবে। পাশাপাশি চরশৌলমারী অঞ্চলে একটি টেক্সটাইল ভোকেশনাল করা হবে। দ্রুত এ অঞ্চলে গ্যাস সংযোগও চালু করার আশা রয়েছে।
শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে শহিদুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, রংপুর বিভাগীয় প্রাথমিক উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য এ্যাড. বিপ্লব হাসান পলাশসহ অনেকে।
40,000 new teachers will be appointed in government primary schools: Minister of State for Mass Education. He said this while addressing the chief guest at the centenary celebrations and full-fledged function of Khanjanmara Government Primary School in Roumari upazila of Kurigram on Saturday morning. Minister of State for Primary And Mass Education Md. Zakir Hossain said 40,000 new teachers will be appointed in government primary schools. An important meeting will be held in the ministry on Sunday regarding the appointment.