ডেন্টালের তৃতীয় মাইগ্রেশন প্রকাশ।২০২০-২০২১ সেশনে সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটগুলোতে বিডিএস কোর্সে ফাঁকা আসনের বিপরীতে তৃতীয় ধাপের মাইগ্রেশনের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এই মাইগ্রেশনে অপেক্ষমান তালিকা হতে সর্বমোট ৫২ জনকে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে।অপেক্ষমান তালিকা ও মাইগ্রেশনের রেজাল্ট স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dgme.gov.bd) ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট (www.dghs.gov.bd) হতে জানা যাবে। এছাড়া সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীদেরকে শুধুমাত্র টেলিটকের এই (01550155555) নম্বর থেকে এসএমএসের মাধ্যমে এ সংক্রান্ত তথ্য জানানো হবে।
অপেক্ষমান তালিকা থেকে যারা ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তাদেরকে নির্বাচিত মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হল। ভর্তির তারিখ আগামী ১৪ থেকে ২৮ মার্চ পর্যন্ত।২০২০-২০২১ সালে ১ম বর্ষ বিডিএস কোর্সে সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহে ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলের ভিত্তিতে গত ২৮ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি না হওয়ায় এবং ইতোমধ্যে ভর্তি বাতিল করায় শূন্য আসনে মেধা ও পছন্দের ভিত্তিতে ৩য় দফায় মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং সরকারি ঢাকা ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট সমূহে অপেক্ষমান তালিকা হতে সর্বমোট ৫২ জনকে ভর্তির জন্য মনোনীত করা হলো। তাদের মেধা পছন্দ এবং আসন শূন্যতার ভিত্তিতে বিভিন্ন কলেজ নির্ধারন করা হয়েছে।
Disclosure of the third migration of the dental. In the session 2020-2021, the Department of Health Education has released the list of third phase migration against vacant seats in BDS courses in government dental colleges and medical college dental units. A total of 52 people have been nominated for admission from the waiting list for this migration. The results of the waiting list and migration can be found from the website of the Department of Health Education (www.dgme.gov.bd) and the website of the Department of Health (www.dghs.gov.bd). Apart from this, the concerned students will be informed about this through SMS only from this (01550155555) number of Teletalk.