সংসদ টিভিতে ক্লাস রুটিন প্রকাশ ২০২২।দেশে করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় গত মাসে স্কুল-কলেজ খুলে দিয়েছে সরকার। তবে সব শিক্ষার্থীকে করোনা টিকার দ্বিতীয় ডোজ না দিতে পারায় এবং সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় মাধ্যমিকের ক্লাস সীমিত পরিসরে নেয়া হচ্ছে। এই অবস্থায় সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে মাধ্যমিকের ক্লাস পরিচালনা করা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা
অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) ও আমার ঘরে আমার স্কুল কর্মসূচির ফোকাল পয়েন্ট প্রফেসর ড. প্রবীর কুমার ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাগণ তার আওতাধীন প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকগণ শিক্ষার্থীদের আমার ঘরে আমার স্কুল সম্পর্কে অবহিত করবেন। বিশেষ কারণে ক্লাস রুটিন পরিবর্তন করা হতে পারে।শনিবার (৫ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে মাধ্যমিকের ৬ষ্ঠ থেকে ১০ম শিক্ষার্থীদের সংসদ টিভির আমার ঘরে আমার স্কুলের ৬-১০ মার্চের ক্লাস রুটিন প্রকাশ করা হয়েছে।
Class routine release on Parliament TV 2022. The government opened schools and colleges last month due to the decline in coronavirus infections in the country. However, due to not being able to give the second dose of corona vaccine to all the students and the infection situation is not under control, secondary classes are being taken on a limited scale. In this situation, secondary classes will be conducted through Parliament Bangladesh Television. Secondary and Higher Education