গণ বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু ২৬ ফেব্রুয়ারি থেকে

গণ বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু ২৬ ফেব্রুয়ারি থেকে।সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে গণ বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হবে। শনিবার (২০ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে গণ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে সশরীরে ক্লাস শুরু হবে।

সশরীরে ক্লাস চালুর খবরে খুঁশি শিক্ষার্থীরাও। ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী শায়লা শারমিন বলেন, আমাদের যেহেতু এটাই শেষ সেমিষ্টার তাই শেষ সময়টা অন্তত ক্যাম্পাসে থাকবো এটা সবসময়ই চেয়েছিলাম।এ সেমিষ্টারে গুরুত্বপূর্ণ কিছু ব্যবহারিক ক্লাস রয়েছে যেটা অনলাইনে সম্ভব হতো না। এমনিতেও অনলাইন ক্লাসগুলো অফলাইনের কখনোই হয় না। সবদিক থেকে বিবেচনা করে আমি অনেক খুঁশি।

এতে বলা হয়েছে, করোনা ও নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাবে সরকার ঘোষিত নতুন নির্দেশনা অনুযায়ী সকলের মাস্ক পরিধান করা বাধ্যতামূলক এবং ক্যাম্পাসে প্রবেশের সময় প্রধান ফটকে সংশ্লিষ্টদের আইডি কার্ড, ভ্যাক্সিন গ্রহন টিকা কার্ড/সনদ প্রদর্শন করতে হবে।উপরোক্ত নির্দেশনা পালন সাপেক্ষে শিক্ষার্থীদের স্ব-স্ব বিভাগের সাথে যোগাযোগ করে রুটিন অনুযায়ী ক্যাম্পাসে এসে সশরীরে ক্লাসে অংশগ্রহণ করার জন্য বলা যাচ্ছে।গত বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে পাঠদান ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। শিক্ষামন্ত্রী বলেন, ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান চালু করা হবে।

In-person classes at The People’s University will start from February 26. In accordance with the hygiene announced by the government, in-person classes will start from February 26 in the people’s university. Saturday (February 20) Registrar S. The matter has been reported in the notice signed by Tasaddek Ahmed. According to the decision of the authorities, in-person classes will start from February 26 on the public university’s own campus in accordance with the hygiene announced by the government.

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group