জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ।National University releases admission notification for 2020 Masters (Private) programme.
মাস্টার্স শেষ পর্ব(প্রাইভেট)ভর্তি বিজ্ঞপ্তি 2022 প্রকাশ

অনলাইনে রেজিষ্ট্রেশন আবেদনের তারিখঃ ১৫/০২/২০২২ইং তারিখ বিকাল ৪টা থেকে ২৭/০২/২০২২ইং তারিখ রাত ১২টা পর্যন্ত।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের উক্ত আবেদন ফরম পূরণ করে প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত)টাকা ও রেজিষ্ট্রেশন ফি ৮০০/- টাকা সংশ্লিষ্ট কলেজে ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।
আবেদন যোগ্যতাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৫ সাল ও তৎপরবর্তী সালসমূহে স্নাতক (সম্মান)/চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) পরীক্ষায় ন্যুনতম ৪৫% নম্বর/ CGPA ২.২৫ পেতে হবে।
মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে অনলাইনে আবেদনের নিয়মাবলী
• প্রার্থীকে ১৫/০২/২০২২ তারিখ বিকাল ৪টা থেকে ২৭/০২/২০২২ তারিখ রাত ১২টার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) Master’s Tab এ গিয়ে। Apply Now (Masters Private) অপশন থেকে আবেদন ফরম পূরণ করতে হবে।
• সংশ্লিষ্ট কলেজে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে যে সকল বিষয়ে অধিভুক্তি আছে সে সকল বিষয়ে ২০২০ সালের মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে সর্বোচ্চ ১০০০ (এক হাজার) প্রার্থী আবেদন করতে পারবে।
• আবেদনকারী তার পছন্দ অনুযায়ী বিভাগ ও জেলা নির্ধারণ করে যে কোন কলেজের নাম Select করলে সংশ্লিষ্ট কলেজে প্রার্থীর ভর্তি যোগ্য (Eligible) বিষয় দেখতে পাবে।
মাস্টার্স প্রাইভেট কোর্সে ভর্তির আবেদনের সময়সূচী:
• অনলাইনে আবেদন করার তারিখ: ১৫ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত।
• আবেদন ফরম, আবেদন ফি ও আবেদনের কাগজপত্র নির্ধারিত কলেজে জমা দেওয়ার তারিখ: ১৬ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত।
• কলেজ কর্তৃক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করার তারিখ: ১৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ ২০২২ পর্যন্ত।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রাইভেট ভর্তির বিষয় নির্বাচন :
• অনুমোদিত বিষয়সমূহ : বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, আরবী, ইসলামিক স্টাডিজ, সংস্কৃত, পালি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং। সংশ্লিষ্ট কলেজে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে উল্লিখিত বিষয়সমূহে অধিভুক্তি থাকলে কেবলমাত্র ঐ সকল বিষয়ে প্রাইভেট রেজিষ্ট্রেশন করা যাবে।