জগন্নাথ বিশ্ববিদ্যালয় মেধাতালিকা 2022 প্রকাশ ,জবি প্রথম মেধাতালিকা প্রকাশ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়েছে।শুক্রবার (৪নভেম্বর )বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ মেধাতালিকা প্রকাশ করা হয়।
প্রথম মেধা তালিকার ভর্তি চলবে ৭ নভেম্বর থেকে ১১ ই নভেম্বর পর্যন্ত । মূল কাগজপত্র ৭-১২ নভেম্বরের মধ্যে সশরীরে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে জমা দিতে হবে।
জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটে আসন রয়েছে এক হাজার ১৫৫টি। এর বিপরীতে আবেদন করেছে ২৪ হাজার ৮৪৯জন।বি’ ইউনিটে ৮৫০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৯ হাজার ৯৮৯ জন। আর ‘সি’ ইউনিটের আসন সংখ্যা ৬১০টি। এর বিপরীতে আবেদন করেছেন ছয় হাজার ২৪০ জন। এর বাইরে ছাড়া ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগে ৭৮০ জন, চারুকলা বিভাগে ৮৯৭, নাট্যকলা বিভাগে ৩২৭ ও সংগীতে ৩৪৫ জন আবদেন করেছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় মেধাতালিকা 2022 প্রকাশ ,জবি প্রথম মেধাতালিকা প্রকাশ
বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল https://www.jnu.ac.bd/ ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২০-২০২১ সালে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির জন্য ষষ্ঠ মেধাতালিকা প্রকাশিত হয়েছে। এখন পর্যন্ত মোট ৬২২টি আসন ফাঁকা রয়েছে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর ও আইটি সেল থেকে বৃহস্পতিবার এ তথ্য জানা যায়। মেরিট তালিকা অনুযায়ী, ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে আসন খালি ছিল ৪৩৩টি। এ ইউনিটে ৩৭১৮ থেকে ৪১৫০ মেধাতালিকা পর্যন্ত বিষয়ের জন্য মনোনীত হয়। এ ছাড়া ‘বি’ (মানবিক) ইউনিটে আসন খালি ছিল ১২৪টি। এই ইউনিটে বিষয় পেয়েছেন ১৫৫১ থেকে ১৭৭৪ পর্যন্ত মেধাতালিকায় থাকা শিক্ষার্থীরা।
‘সি’ (বাণিজ্য) ইউনিটে ৬৪টি সিট ফাঁকা থাকায় ১১২৬ থেকে ১১৯২ পর্যন্ত মেধাতালিকার শিক্ষার্থীরা বিষয়ের জন্য মনোনীত হন স্বয়ংক্রিয় মাইগ্রেশন বন্ধ করতে লগইন করে আবেদন ফরমটি ডাউনলোড করে ৩১ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট ডিন অফিসে জমা দিতে হবে। সপ্তম মেধাতালিকা, সাবজেক্ট ও মাইগ্রেশন সিট খালি থাকা সাপেক্ষে প্রকাশ করা হবে।
‘এ’ ইউনিটের জন্য ১৩টি বিভাগে আসনসংখ্যা ৮২৫, ‘বি’ ইউনিটে ১৭ বিভাগে ১ হাজার ২৭০টি আসন রয়েছে৷ ‘সি’ ইউনিটের চারটি বিভাগের আসনসংখ্যা ৫২০টি। এ ছাড়া সংগীত, চারুকলা ও নাট্যকলা বিভাগে ৪০টি করে এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে ৩০টি আসন রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট আসন ২ হাজার ৭৬৫টি।
সংগীত বিভাগে একটি আসন ফাঁকা থাকায় ৪৪তম মেধাতালিকাধারীকে ভর্তির সুযোগ দেয়া হয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি হতে হবে। ষষ্ঠ মেধাতালিকা থেকে ভর্তি হওয়া যাবে ২৯ জানুয়ারি পর্যন্ত। ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র ৩০ জানুয়ারি পর্যন্ত জমা দেয়া যাবে। নির্ধারিত সময়ে টাকা পরিশোধ ও ভর্তি না হলে পরে ভর্তির সুযোগ পাওয়া যাবে না বলেও জানানো হয়েছে।
Jagannath University (JU) has published the sixth merit list for admission in the four-year term graduation (honors) and BBA first year in the 2020-2021 academic year. A total of 622 seats are vacant so far. According to the merit list, there were 433 vacancies in the ‘A’ (Science) unit. In this unit from 3817 to 4150 merit list was selected for the subject. Besides, there were 124 vacancies in B (Humanities) unit. Students in the merit list from 1551 to 184 got subjects in this unit.