আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট শুরু ।২০২২ সালে আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম ফের শুরু হচ্ছে। এ শিক্ষার্থীদের নবম ও দশম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। আগামী ২৬ জানুয়ারি থেকে এসব শিক্ষার্থীর অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হচ্ছে। ইতোমধ্যে একইদিন থেকে এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম ফের শুরু করার নির্দেশনা দেয়া হয়েছে। করোনা মহামারির থাবায় দেড় বছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে শ্রেণি কার্যক্রম বন্ধ ছিল।
সে সময় ২০২২ সালে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়। গত সেপ্টেম্বর মাসে সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম শুরু হয়। গত সেপ্টেম্বর ২০২২ সালে আলিম পরীক্ষার্থীর অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছিল। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সরকার আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। তাই, ফের এ কার্যক্রম শুরু হচ্ছে।
মঙ্গলবার মাদরাসা শিক্ষা অধিদপ্তর আলিম পরীক্ষার্থীদের দুই সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করে।নবম সপ্তাহে আলিম পরীক্ষার্থীদের জন্য বাংলা, আল ফিকহ ২য় পত্র, রসায়ন, উর্দু ১ম পত্র, ফার্সি ১ম পত্র, অর্থনীতি এবং পৌরনীতি ও সুশাসন বিষয়ের অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে। আর দশম সপ্তাহে কুরআন মাজিদ, উচ্চতর গণিত, উর্দু ২য় পত্র ও ফার্সি ২য় পত্র বিষয়ের অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে। অধিদপ্তর জানিয়েছে, ২৬ জানুয়ারি থেকে আলিম পরীক্ষার্থীদের নবম ও দশম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হচ্ছে।
Assignment of Alim candidates has started. Assignment activities of Alim candidates are starting again in 2022. The ninth and tenth-week assignments of these students have been published by the Madrasa Education Department. The assignment activities of these students are starting from 26th January. HSC candidates have already been instructed to resume assignment activities from the same day. Physical class activities were closed in various educational institutions for a year and a half due to the Corona epidemic.