মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের বিশেষ মঞ্জুরির অনুদানের টাকা দেয়া হবে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক-শিক্ষার্থীরা এ টাকা পেতে অনলাইনে আবেদন করতে হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে বিশেষ মঞ্জুরির অনুদানের টাকা পাওয়ার আবেদন করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের বিশেষ মঞ্জুরির অনুদানের টাকা বিতরণে সংশোধিত নীতিমালা জারি করা হয়েছে। এ নীতিমালার আওতায় মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের অনুদান প্রাপ্তির আবেদন করতে হবে।
সংশোধিত নীতিমালা অনুসারে, বিশেষ মঞ্জুরির বরাদ্ধ বাবদ মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাবে। শিক্ষকরা সর্বোচ্চ ২০ হাজার টাকা পাবেন। আর শিক্ষার্থীরা স্তর ভেদে ৩ হাজার থেকে ৭ হাজার টাকা পর্যন্ত পাবেন।
শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক অনুদানের অনলাইন আবেদন 2023

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতাধীন সরকারি এবং বেসরকারি এমপিওভুক্ত ও ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুরারোগ্য ব্যাধির চিকিৎসা, দৈব দুর্ঘটনা এবং চিকিৎসার খরচের জন্য বিশেষ মঞ্জুরির অনুদান প্রাপ্তির আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে প্রতিবন্ধী, অসহায়, অস্বচ্ছল ও মেধাবী, অনাগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থীরা অগ্রধিকার পাবেন।
এছাড়া স্বীকৃতি প্রাপ্ত বা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও সংস্কার, আসবাব পত্র তৈরি, খেলাধুলার সরঞ্জাম ক্রয়, পাঠাগার উন্নয়ন ও প্রতিষ্ঠানকে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বান্ধব করার জন্য বিশেষ মঞ্জুরির অনুদানের আবেদন করা যাবে। তবে বাছাইয়ের ক্ষেত্রে অনাগ্রসর এলাকার অস্বচ্ছল শিক্ষা প্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে।
আর স্বীকৃতিপ্রাপ্ত স্বতন্ত্র ও সংযুক্ত ইবতেদায়ি মাদরাসা ও বেসরকারি স্বীকৃতি প্রাপ্ত বা এমপিওভুক্ত মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা দুরারোগ্য ব্যাধি বা দৈব দুর্ঘটনার জন্য মঞ্জুরির আবেদন করতে পারবেন।
শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদান সংক্রান্ত
ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদানের অনলাইন আবেদন
শিক্ষক-কর্মচারীদের আর্থিক অনুদানের অনলাইন আবেদন
শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক অনুদানের অনলাইন আবেদন
কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ জানিয়েছে, বিভাগের ওয়েবসাইটে (www.tmed.gov.bd) প্রবেশ করে ‘শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন ফরম’ বাটনে ক্লিক করে অনলাইনে অনুদান পাওয়ার আবেদন করতে হবে। হার্ডকপিতে কোন আবেদন নেয়া হবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২০-২০২১ অর্থবছরে সেসব শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থী অনুদান পেয়েছেন তারা চলতি ২০২১-২০২২ অর্থবছরে আর্থিক অনুদানের জন্য আবেদন করতে পারবেন না।
Teachers and students of madrasas and technical education institutions will be given special grants. From February 1, educational institutions and teachers-students of the Technical and Madrasa Education Department of the Ministry of Education will have to apply online to get this money. You have to apply online till February 28 to get the special grant money. This information has been given in a notification issued by the Technical and Madrasa Education Department of the Ministry of Education.