বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও তথ্য সংশোধনের সুযোগ

গতবছরের নবম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের (বর্তমানে দশম শ্রেণির) অনলাইনে রেজিস্ট্রেশন ও তথ্য সংশোধনে সুযোগ দিয়েছে ঢাকা বোর্ড। ইতোমধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের কাজ শেষ হলেও করোনা মহামারি বিবেচনায় ফের রেজিস্ট্রেশন ও তথ্য সংশোধনের সুযোগ দেয়া হয়েছে। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত ২০২০-২১ শিক্ষাবর্ষে নবম শ্রেণির শিক্ষার্থীদের (২০২১-২২ শিক্ষাবর্ষে দশম শ্রেণির) অনলাইনে রেজিস্ট্রেশন ও ইতোমধ্যে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের তথ্য সংশোধন করা যাবে। এ সময়ের পর আর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বা তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ঢাকা বোর্ড থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২১ শিক্ষাবর্ষে ৯ম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। করোনার কারণে অনেক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে পারেনি বা অন্য কারণে বাদ পড়েছে এবং অনেকে বোর্ড পরিবর্তন করে ভর্তি হয়েছে। এ ধরনের বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন, বিভাগ, বিষয় পরিবর্তন এবং আগের রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের তথ্য সংশোধন করার সুযোগ দেওয়া হলো।

জানা গেছে, ১৫ জানুয়ারি পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে নির্ধারিত ফি দিয়ে অনলাইনে শিক্ষার্থীদের তথ্য সংশোধন করতে হবে। এসময়ের মধ্যে বাদপড়া ২০২০-২১ শিক্ষাবর্ষের নবম শ্রেণির শিক্ষার্থীরা ১৬৩ টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে। আর শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনে ৫০০ টাকা এবং প্রতি বিষয় সংশোধনে ১০০ টাকা দিতে হবে। ঢাকা বোর্ড আরও জানিয়েছে, এ সময়ের পর কোন অবস্থাতেই সংশোধন ও রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে না। নিদিষ্ট সময়ের মধ্যে তথ্য সংশোধনা হলে দায় প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

The Dhaka Board has given an opportunity to the students who dropped out of the ninth class last year (now the tenth class) to register online and correct their information. Although the registration of students has already been completed, they have been given the opportunity to re-register and correct the information considering the Corona epidemic. Until January 15, the online registration of ninth-grade students in the 2020-21 academic year (tenth grade in the 2021-22 academic year) and the information of students who have already registered can be corrected. After this period, the students will not be given the opportunity to register or correct the information, said the Dhaka Board of Secondary and Higher Secondary Education. This information has been given in a notification issued by Dhaka Board.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group