জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2021 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি National University 2020 Honours 4th Year Exam Notice. এতদ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে ,যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2013-2014 শিক্ষাবর্ষের প্রণীত সিলেবাস ও রেগুলেশন অনুযায়ী 2021 সালের অনার্স ৪র্থ বর্ষের নিয়মিত অনিয়মিত এবং 2021 সালের অনার্স চতুর্থ বর্ষ বিশেষ পরীক্ষার কেন্দ্র তালিকা অনুযায়ী একই প্রশ্নপত্রে সময়সূচি অনুযায়ী পরীক্ষা নির্দেশনা অনুসরণ করে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো ।
২০২১ সালের অনার্স ৪র্থ বর্ষ নিয়মিত পরীক্ষা আগামী ১৮/০৬/২০২৩ তারিখ দুপুর ০১.৩০টা থেকে শুরু হবে। এ পরীক্ষার প্রশ্নপত্র ঢাকা মহানগরীর কেন্দ্রসমূহকে ট্রেজারী অফিসারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির সহযোগিতায় পরীক্ষার দিনগুলিতে সকাল ০৮.০০ টায় ট্রেজারী অফিস, ঢাকা হতে হস্তান্তর করা হবে। পরীক্ষার দিন নির্দিষ্ট সময়ে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাসহ অধ্যক্ষ / ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রাধিকার পত্রসহ প্রতিনিধি প্রেরণপূর্বক প্রশ্নপত্রের গালাসীলকৃত প্যাকেট গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। প্রতিদিনের পরীক্ষা শেষে উত্তরপত্রসমূহ ও OMR ফরম (পরীক্ষার্থীর অংশ) নিয়মানুযায়ী প্যাকেট সিলগালা করে নিকটস্থ থানা/ট্রেজারী অফিসে সংরক্ষণ করতে হবে। পরবর্তী দিন একজন শিক্ষক প্রতিনিধির মাধ্যমে হাতে হাতে জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর জমা দিতে হবে। এক্ষেত্রে উত্তরপত্র সংরক্ষন ও উত্তোলনের সার্টিফিকেট প্রেরণ করতে হবে। উত্তরপত্র কোন অবস্থাতেই কেন্দ্রে রাখা যাবে না। OMR ডাকযোগে প্রেরণ করা যাবে না। তবে উত্তরপত্র ঐ দিন ডাকযোগে প্রেরণ করা যাবে। প্রয়োজনে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করা যাবে।
অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি 2023
নির্দেশনা
(ক) কলেজ কর্তৃপক্ষ এক পরীক্ষার্থী ও পরীক্ষা 450 টাকার মধ্যে 150 টাকা পরীক্ষা সংক্রান্ত কাজের জন্য রেখে পরীক্ষা প্রতি 300 টাকা হারে টাকা পরীক্ষা শুরুর পূর্বে সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট পরীক্ষার্থীসহ জমা দেবেন।
(খ) পরীক্ষার্থী আদায়কৃত 200 টাকার মধ্যে 50 টাকা এবং একাধিক পত্রের জন্য আদায় কৃত 300 টাকার মধ্যে 100 টাকা নিজ পরীক্ষা সংক্রান্ত কাজের জন্য রেখে পরীক্ষার্থী 150 টাকা এবং 200 টাকা হারে মোট টাকা পরীক্ষা শুরুর পূর্বে সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট পরীক্ষার্থীসহ জমা দেবেন।
(গ) শুধুমাত্র পরীক্ষার্থীদের অনার্স চতুর্থ বর্ষ বিশেষ পরীক্ষা দিতে হবে বিশেষ পরীক্ষার্থীদের প্রবেশপত্র কথাটি উল্লেখ করা হয়েছে সংশ্লিষ্ট বিষয় একসাথে পেমেন্ট করতে হবে বিশেষ পরীক্ষার উত্তরপত্র এবং প্রয়োজন নেই উত্তরপত্রের প্যাকেটের কাপড়ের উপরের অংশে চতুর্থ বর্ষ পরীক্ষা 2020 লিখতে হবে।
উল্লেখ্য, ২০২০ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা গ্রহণ/ উত্তরপত্র প্যাকিং/ বান্ডেল প্রস্তুতকরণ/ OMR ফরম প্যাকিং এবং হাজিরাপত্র প্রেরণের নিয়মাবলী সংক্রান্ত বিজ্ঞপ্তি আজ প্রকাশিত হয়েছে।