রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষের ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে Online application for 1st year admission in Rangamati University of Science and Technology has started। আজ রবিবার ( ৫ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে ভর্তির এ প্রক্রিয়া শুরু হয়। আগামী ২০ ডিসেম্বর রাত ১২টা ভর্তির জন্য আবেদন করা যাবে।
অনলাইন আবেদনের লিংকঃ www.admission.rmstu.edu.bd
শুধুমাত্র জিএসটি (GST- General, Science and Technology) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদে পাঁচটি বিভাগ রয়েছে। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫০ টি আসন, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে ২৫ টি, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগে ২৫ টি আসন, ম্যানেজমেন্ট বিভাগে ৫০ টি আসন এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ২৫ টি আসন রয়েছে।