জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের বিপিএড ২য় সেমিস্টার পরীক্ষার সময়সূচী রুটিন এবং ২০২২ সালের বিপিএড ২য় সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশিত হয়েছে। The routine schedule of BPED 2nd-semester examination of 2022 of the National University and the list of BPED 2nd-semester examination centers of 2023 have been published.২০২২ সালের ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন ( বিপিএড ) দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচী।
২০২২ সালের বিপিএড দ্বিতীয় সেমিস্টার এর ব্যবহারিক পরীক্ষার বিজ্ঞপ্তি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ নির্দেশনা
পরীক্ষা শুরুর ৪/৫ দিন পূর্বে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.nu.ac.bd/admit) অথবা
(www.nubd.info/college)রেজিঃ’রােল বিবরণী ও ডিজিটাল স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র পাওয়া যাবে।
প্রবেশপত্র মুদ্রণ করে নির্ধারিত স্থানে পরীক্ষার্থীর পাসপাের্ট সাইজের ছবি লাগিয়ে ছবির উপর অধ্যক্ষের স্বাক্ষর ও সীল দিয়ে প্রবেশপত্র বিতরণ করতে হবে।
প্রবেশপত্রে কোন প্রকার ত্রুটি থাকলে পরীক্ষা আরম্ভর তারিখের পূর্বে অবশ্যই সংশােধন করে নিতে হবে।
প্রবেশপত্র ছাড়া কোনভাবেই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।
পরীক্ষার্থী প্রতি কেন্দ্র ফি ৫০০/-(পাঁচশত) টাকার মধ্যে ৭৫% টাকা অর্থাৎ ৩৭৫/-টাকা হারে পরীক্ষা আরম্ভ হওয়ার ২/৩ দিন পূর্বে রেজিঃ/রােণ বিবরণীর প্রিন্টসহ (এক কপি) কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকতার কাছে হস্থান্তর করার জন্য অধ্যক্ষ মহােদয়কে অনুরােধ করা হল।