ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন

ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০২১। Admission test questions of Arts and Social Sciences Unit of seven government colleges affiliated to DU 2021

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (১২ নভেম্বর) সকাল দশটায় রাজধানীর ১০টি কেন্দ্রে একযোগে ২০২০-২১ শিক্ষাবর্ষের এ পরীক্ষা শুরু হয়।

কেন্দ্র দশটি হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, নটরডেম কলেজ, রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ ও ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ।

 ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো.মোস্তাফিজুর রহমানের দেওয়া তথ্যমতে, এবারের সাত কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন পড়েছে ৯৫ হাজার ৬২২টি।

এরমধ্যে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ৩০ হাজার ৮২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন৷ এর মধ্যে সাতটি কলেজে আসন সংখ্যা ১৪ হাজার ৩৫০টি। আর ঢাকা কলেজে আসন সংখ্যা ২৪২৫টি, ইডেন মহিলা কলেজে আসন সংখ্যা ৩১৫৫টি, সরকারি তিতুমীর কলেজে আসন সংখ্যা ৩৩০০টি, কবি নজরুল সরকারি কলেজে আসন সংখ্যা ১৬০০টি, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে আসন সংখ্যা ১২৫০টি, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে আসন সংখ্যা ১১৮০টি ও সরকারি বাঙলা কলেজে আসন রয়েছে ১৪৪০টি।

পরীক্ষার সার্বিক প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, পরীক্ষা উপলক্ষ্যে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে ৷ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে ৷ আমাদের শিক্ষকরা প্রধান ফটক থেকেই সার্বিক বিষয়টি নজরদারি করেছেন ৷ আশা করি সুষ্ঠভাবে পরীক্ষা সম্পন্ন হবে৷

উল্লেখ্য, গত শুক্রবার (৫ নভেম্বর) সকাল দশটায় রাজধানী ঢাকার সাতটি কেন্দ্রে ২০২০-২১ শিক্ষাবর্ষের বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা ও গত শনিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর ১৪টি কেন্দ্রে বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group